BNP Australia celebrates International Mother Language Day

ছাত্রদল অষ্ট্রেলিয়ার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ১২ ই মার্চ শেখ হাছিনা সরকারের পতনের দাবী জানিয়েছেন বিএনপি অষ্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা মনিরুল হক জর্জ।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলহ্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অষ্ট্রেলিয়া কর্তৃক আয়োজিত ভাষা শহীদদের স্বরনে আলোচনা সভায় ১২ ই মার্চ কে সৈর শেখ হাছিনা সরকারের পতনের দাবী জানিয়েছেন বিএনপি অষ্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ। ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি মো: রাশেদুল ইসলাম রাজু সভাপতিত্বে গত ২৬ শে ফেব্রুয়ারী ২০১২ সিডনী¯ত ১৮৯ প্রিন্সেস হাইওয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়ার শাখা আয়োজন করে মাতৃভাষা ও বাংলাদেশ শির্ষক আলোচনা সভা। ছাত্রদল অস্ট্রেলিয়ার সেক্রেটারী মো: হোসায়ন সারোয়ার সায়মন এর পরিচালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা মনিরুল হক জর্জ। আলোচনার শুরুতে ছাত্রদল অষ্ট্রেলিযা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ উপস্থাপন করেন একুশের ইতিহাস ও পরবর্তিতে বাংলাদেশের স্বধীনতা। উক্ত আলোচনা সভায় বিশেষ আলোচক হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুল। এই সময় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি আবদুস্ ছাত্তার,সহ সাধারন সম্পাদক মো: শাহ আলম সাবেক সহ সভাপতি আবদুল হারুনী , অষ্ট্রেলিয়া যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাছান, সাধারন সম্পাদক আবদুল মতিন উজ্জল, সিঃ সহ সভাপতি সেলিম লকিয়াত, সাংগঠনিক সম্পাদক ম্াছুদুর রহমান ,নিউ সাউত ওয়েলস যুবদলের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছাত্রদল অষ্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিন হোসেন ছিদ্দীকি সহ -সভাপতি মোঃ ছাইদুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মারুফ হোসেন , নাদিম হোসেন আšর্তজাতিক বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম,আওলাদ , রিসাব ও রোমান প্রমুখ।
উক্ত আলোচনাসভায় সভাপতির বক্তেব্যে ছাত্রদল অস্ট্রেলিয়ার সভাপতি মো: রাশেদুল ইসলাম রাজু তুলে ধরেন বর্তমানের বাংরাদেশের সাময়ীক পরিস্থিতি, শেখ হাছিনার তিব্র সমালোচনা করে জনাব রাজু বলেন সাংবাদিক সাগর রুনির হত্যার সাথে শেখ হাছিনা জড়িত, তা না হলে দেশের প্রধান মন্ত্রি হয়ে তিনি কি ভাবে মাতালের মত কথা বলেন যে, কারো বেড রুম পাহারা দেওয়া সরকারের পহ্মে সম্ভব নয়। দেশের ভিতরে ছাত্রলীগ দিয়ে শেখ হাছিনার সরাসরি ইন্দনে ছাত্রলীগ সন্ত্রাসী আর মা¯তানি করে অরাজগতার দিকে ঠেলে দিয়েছে, তাই ১২ ই মার্চ বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে সরকার পতনের ডাক দিতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে মনিরুল হক জর্জ বলেন আর সময় দেওয়া যাবে না। ৭১ দেশ স্বধীন হওয়ার পর শেখ মুজিব দেশে আওয়ামী সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে তার ঠিক সেই ধারাকে লহ্ম করে শেখ হাছিনা এখন আবল তাবল বকছেন আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়েছেন এর বিচার কিন্তু জাতীয়তা বাদী শক্তি আদায় করে নিবে। ১২ই মার্চ হচ্ছে এই সরকারের জন্য পতনের শেষ দিন। উক্ত আলোচনা সভা থেকে অষ্ট্রেলিয়া বিএনপি থেকে বাংলা কমিউনিটি সকল জাতীয় শক্তিকে শতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয় । বিশেষ করে বাংলা বার্তা পত্রিকায় অষ্ট্রেলিযার বিএনপি নতুন মেরুকরন নামে যে সংবাদ প্রকশিত হয় তার সাথে বিএনপি অষ্ট্রেলিয়ার কোন সম্পর্ক নেই বলে জানান বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি ডা: ওহাব বকুল। তিনি ছাত্রদল, যুবদল ও মূল দলকে আস¯ত করেন যে প্রত্রিকায় প্রকাশিত কেউই অষ্ট্রেলিয়ার বিএনপির কেউ নন।তারা সুবিধা লোভী কিছু সংস্কার পন্থী ।