New Committee for Juboleque
Print this article
Font size -16+
যুবলীগ অস্ট্রেলিয়া এর নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের অভিন্দন ।
বিশেষ সংবাদ দাতাঃ বাংলাদেশ আওয়ামি লীগ অস্ট্রেলিয়া , মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়া , আমরা মুক্তিযোদ্ধার সন্তান অস্ট্রেলিয়া , সহ বিভিন্ন সংগঠণ বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ ,বাংলাদেশ যুবলীগ অস্ট্রেলিয়া এর নতুন কমিটির অনুমোদন পাওয়ার সংবাদে ধন্যবাদ জানিয়েছে । বিজ্ঞপ্তীতে জানাযায় যে , খন্দকার মোস্তাক মেরাজ সভাপতি ডাঃ লাভলি রহমান ষহ-সভাপতি ও মোঃ আল-নোমান শামীমকে সাধারন সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠিত হয়েছে ।
উল্লেখ কর্য যায় যে , দীর্ঘ ৫ বছর আগে এই সংগঠণটি গঠিত হলেও এর পুর্বের কমিটির কর্ম তৎপরত্য কখনো চোখে পরেনি । এবারের কর্মিটতে নতুন পুরাতন মুখ অনেকেই রয়েছেন । অতিত কর্মফল মনে রেখে নতুন কমিটি দক্ষতার সাথে কাজ কাজ করবে বলেও বিজ্ঞপ্তীতে আশা প্রকাশ করাহয় ।
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!