বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন ও মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ – স্বেচ্ছাসেবকদল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া থেকে এম.মোরশেদ : বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দেশের সর্বত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল অস্ট্রেলিয়া শাখার উদ্দ্যোগে ১১ ই এপ্রিল ২০১০ রবিবার সিডনির বনফুল রেস্টুরেন্টে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল স্বেচ্ছাসেবকদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি মোসলেহউদ্দিন আরিফের সভাপতিত্বে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি হাবিব ঊন- নবী খান সোহেল ,তিনি বলেন, নামবদল, মিথ্যা মামলা, সন্ত্রাস ইত্যাদি নানাভাবে সরকার বিরোধী দলকে ধ্বংস করতে চেষ্টা করছে। কিন্তু অত্যাচার যতই তীব্র হবে, আন্দোলন ততই বেগবান হবে। দেশের মানুষের হৃদয় থেকে কিছুতেই শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে মুছে ফেলা যাবে না। সভাপতি ছাড়াও টেলিকনফারেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক এম.এম.সারোয়ার বাবু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল অস্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো:লুৎফুল কবির, বিএনপি অস্ট্রেলিয়া যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল মাসুদ।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল স্বেচ্ছাসেবকদল অস্ট্রেলিয়া শাখার সাধারন সম্পাদক সর্দার মোহাম্মদ খালেদ পরিচালনায় আর ও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল মাসুদ,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আাহ্বায়ক এএন.এম.মাসুম,বিএনপি নিউ সাউথ ওয়েলস শাখার সাধারন সম্পাদক মো: আশরাফুল আলম রনি,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মোস্তফা মোরশেদ নিথুন, যুগ্ম আহ্বায়ক সজীব আহাম্মদ,মো¯াÍফিজ আল মামুন, স্বেচ্ছাসেবকদল সাংগঠনিক সম্পাদক মোয়াইমেন খান মিশু,ুরাশেদুল হক মিলন , নেসার আহাম্মদ , শাহাদাতহোসেন প্রমুখ।
স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরাফত আলী সপু বলেন, এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আশীর্বাদপুষ্ট সরকারের কাছে জাতি ভালো কিছু আশা করতে পারে না। শেখ হাসিনা তার ঋণের কৃতজ্ঞতা স্বীকার করতে ভারতের কাছে দাসখত চুক্তি করে এসেছে। বর্তমান সরকার দেড় বছরে দেশের উন্নয়ন কিছুই করতে পারে নাই। অথচ সরকার এই বিচার সেই বিচার নিয়ে ব্যস্ত। তিনি বলেন, দেশে পানি নেই বিদ্যুৎ নেই তেল নেই। জাতি আজ দূর্বিষহ জীবন যাপন করছে। সুতরাং এই সরকারকে ক্ষমতায় থাকার আর সুযোগ দেওয়া ঠিক হবে না। তিনি বলেন ,বেগম জিয়া যখন দেশ রক্ষার জন্য ডাক দেবেন তখনই দেশপ্রেমিক সকলকে স্বৈরাচারী সরকারের পতনের লক্ষে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাপিয়ে পরতে হবে।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু অবিলম্বে পানি, গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এসব সমস্যা সমাধানে বাধ্য করা হবে। বর্তমান সরকারের ১৫ মাসের শাসনে জনগণ বুঝে গেছে তাদের দিয়ে গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যার সমাধান হবে না উলে¬খ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন শান্তিপূর্ণভাবে রাস্তায় বিক্ষোভ করছে। তাতেও যদি সরকার এসব জনসমস্যার সমাধান না করে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের দাবির কাছে নতিস্বীকারে বাধ্য করা হবে।তারেক রহমান জেলে থাকা অবস্থায় হেঁটে বেড়াতেন। তারপর একদিন তিনি আর হাঁটতে পারে না। ১/১১ সরকার তার সাথে যে আচরন করেছে তার বিচার একদিন হবেই। তিনি বলেন, এই প্রতিনিধি সম্মেলন তারেক রহমানের অবদান। তিনিই এই প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সারাদেশে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কারণ বাংলাদেশ এখন তরুণদের দেশ। এই তারেক রহমান তরুণদের নতুন বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে ছুটে বেড়িয়েছেন।