অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আতিকুর রহমান ॥ অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে গত ১৭ই মে সিডনীর ম্যাকুয়্যারী ফিল্ড কমিউনিটি হলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত বৎসর এপ্রিলে সংগঠনটি পূর্ণাঙ্গরূপে আতœপ্রকাশ হওয়ার পর এবারই প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হল। আতœপ্রকাশ করার পর লাইলাতুল কদর, শ’ বে মেরাজ, ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত, কুরবানীর ব্যবস্থা, ঈদে মিলাদুন্নবী সহ বিভিন্ন ইসলামিক প্রোগামগুলি অত্যন্ত গুরুত্বসহকারে পালন করে। ফলে অতি অল্প সময়ে অত্র এলাকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া দিতে পেরেছে। বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন সেফটন মসজিদের প্রাক্তন ইসলামিক এডভাইজার, পেশ ইমাম এবং বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং সংগঠনের সভাপতি ড. আবু ওমর ফারূক আহম্দ। সুচারুভাবে সভার পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ড: আনিছুল আফছার।

স্বাগত বক্তব্যে সভাপতি ড. আবু ওমর ফারূক আহম্দ সংগঠনের বিভিন্ন সাফল্যের কথা এবং ভবিষ্যতে কিভাবে বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায় একটি মসজিদসহ পূর্ণাঙ্গ কমপ্লেক্র সেন্টার প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করেন। ড: আনিছুল আফছার বিগত বৎসরের পালিত বিভিন্ন কর্মসূচী উপস্থিত সদস্য/সদস্যাদের নিকট উপস্থাপনা করেন। এত অল্প সময়ে ইসলামিক কর্মসূচী পালনে সহায়তার জন্য সকলকে ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও সহযোগিতা কামনা করেন। সংগঠনের কোষাধাক্ষ্য ড. আবুল কাশেম গত বৎসরের আর্থিক বিবরনী পেশ করেন। তিনি জানান, বর্তমানে সংগঠনের আর্থিক সদস্য সংখ্যা হল ২৩১ জন, এর মধ্যে লাইফ মেম্বার হচ্ছে ১৬ জন। সংগঠনের প্রস্তাবিত কমপ্লেক্র সেন্টারের রূপরেখা এবং আর্থিক ব্যয় প্রজেক্টের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আনিছুল আফছার। তিনি জানান, বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায় বিশেষ করে ইঙ্গেলবার্ণ এবং হোলসওয়ার্দির মধ্যবর্তী কোন স্থানে এ কমপ্লেক্র তৈরী করা হবে। মাল্টি পারপোস হল, ডেইলি নামাজের রুম, মহিলাদের জন্য আলাদা নামাজ ও বিভিন্ন কাজের রুম, অত্যাধুনিক ইসলামিক লাইব্রেরী এবং এর সাথে কম্পিউটার রিসোর্স সেন্টার, আল কুরআন শিক্ষার স্থান এবং কমিউনিটি কাউন্সিল সেন্টার, ফিউনারেল সার্ভিসেস, স্পোর্টস সেন্টার এবং জিমনেসিয়াম, কার পার্ক ও গার্ডেন সম্বলিত কমপ্লেক্রটি তৈরী করা হবে বিভিন্ন ধাপে ধাপে। তা সর্ম্পূণ নির্ভর করবে অর্থ সংগ্রহের উপর। তিন ধাপে তৈরী এ কমপ্লেক্র সেন্টারের ব্যয় ধরা হয়েছে অ$ ৩,৫৩০,০০০. আর্থিক বিবরণী পেশ করার পর সংগঠনের সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের জন্য অনুরোধ করেন সহ সভাপতি ড. মোশারফ চৌধুরী। উপস্থিত সদস্যরা কমপ্লেক্র সেন্টার সর্ম্পকে বিভিন্ন প্রশ্ন করেন এবং এ সম্পর্কে মূল্যবান মতামত রাখেন।

ক্যাম্বেলটাউন ইসলামিক ফোরামের আখতার হোসেন বাদল, জনাব আলাউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়ার সভাপতি আবদুল জলিল, বাংলাদেশ এসোসিয়েশন অব অষ্ট্রেলিয়ার অধীনস্থ বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি মোতাহার হোসেন, ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সহ সভাপতি মাসুদ চৌধুরী, প্রাক্তন ছাত্রনেতা আবুল হোসেন সরকার সহ অনেকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহন করেন। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির ইকবাল ফারুক, মো. জাকারিয়া, মাইনুল ইসলাম চৌধুরী, মো. মহিউদ্দিন সহ প্রমুখ। বর্তমান ও নতুন প্রজন্মদের জন্য অত্যাধুনিক এ কমপ্লেক্র তৈরীর জন্য কমিউনিটির বিভিন্ন স্তর থেকে আন্তরিক সহযোগিতা ও সাহায্য কামনা করেছেন সভাপতি ড. আবু ওমর ফারূক আহ্মদ ও সাধারণ সম্পাদক ড. আনিছুল আফছার। মাগরিবের নামাজের পর এ প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সভাপতি ড. ফারূক আহমদ। সবশেষে সৌজন্যমূলক হালকা নাস্তার ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক সদস্য/সদস্যা বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

click here for event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=5555


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment