কেম্বেলটাউন এলাকায় নতুন সংগঠন : বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি (BAWS)

কেম্বেলটাউন এলাকায় নতুন সংগঠন : বাংলাদেশী  অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি (BAWS)

বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি একটি সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন । বাংলাদেশী কমিউনিটি ও এবং অন্যান্ন কমিউনিটির মধ্যে সুদুর সম্পর্ক ,পারষ্পরিক সহযোগিতা বৃব্দির লক্ষ্যে এবং বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংষ্কৃতিকে আমাদের নতুন প্রজণ্মের কাছে পৌছায়ে দেয়ার দৃঢ অংগিকার নিয়ে সম্প্রতি কেম্বেলটাউন এলাকায় বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে । নতুন সংগঠনের কার্যকরী পরিষদে অত্র এলাকার অতি পরিচিত, দক্ষ, মেধাবী ও সৎ সংগঠকদের অন্তভুক্ত করা হয়েছে । কেম্বেলটাউনের অভিজ্ঞ সংগঠক ইছমাইল মিয়া কে সভাপতি ও সৎ, নিষ্টাবান ও দক্ষ সংগঠক আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিসিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে । কমিটি ইতি মধ্যেই বৃহত্তর কেম্বেলটাউন এলাকায় বসবাস রত বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা গুলি সমাধানের পন্থা নিরুপনের কাজ শুরু করেছেন । গত ২রা অগাষ্ট ২০০৯ রবিবার বিকাল ৫:০০ ঘটিকায় মিÏটুস্থ পুলিশ কমিউনিটি ইয়থ ক্লাবে ( PCYC ) ৮৫ মিÏটু রোড়, মিÏটুতে নতুন গঠিত বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । কমিউনিটির বিভিন্ন গন্য মান্য , সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন মিডিয়ার কর্ম কর্তা বিন্ধকে আমত্রন জানান হয়েছিল । সিডনিতে বসবাস রত সকল বাংলাদেশী অভিষেক অনুষ্ঠানে সতফুর্ত ভাবে যোগ দানের মাধ্যমে বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির ভবিষ্যত যাত্রা কে আরো সুধুর প্রসারিত করছে বলে কমিউনিটির ভিজ্ঞ ব্যক্তি বর্গ মতামত দিয়েছেন ।

আরো উল্লখ্য যে , বাংলাদেশী অষ্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির, কার্যকরী পরিষদ এর বর্তমান কাঠামো অত্যন্ত বলিষ্ঠ বলে কমিউনিটির বিভিন্ন ব্যক্তি বর্গ সংগঠনের যাবতীয় কার্যক্রম সহজ হবে বলে আশা প্রকাশ করেন । বর্তমান প্রযুক্তিকে বিভিন্ন ভাবে কাজে লাগিয়ে সাংগঠনিক কার্যধারা চালায়ে যাবেন বলে ও কার্যকরী পরিষদ আসা প্রকাশ করেন । স্থানীয় যাবতীয় প্রকল্প ছাডাও বৈদেশীক কিছু প্রকল্প হাতে নিবেন বলে মুখপাত্র জানান । এতে করে অষ্ট্রেলিয়ায় বসবাস রত বাংলাদেশী কমিউনিটি প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে উপকৃত হবেন ।

পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন ,ঈদুল ফিতর জামাত , নৌবিহার, বিশাল আকারে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি , সংষ্কৃতি ও পন্য নিয়ে মেলার আয়োজন করবেন বলে BAWS কার্যকরী পরিষদ আশা পোষন করেন ।

কমিউনিটির বিভিন্ন ব্যক্তি বের্গর প্রত্যাশা নতুন সংগঠনের ভবিষ্যত যাত্রা হবে সুধুর প্রশারী ও সুন্দর ।

প্রচার ও প্রকাশনায় : মোঃ জিয়াউল কবির জিয়ন


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment