Zia Porishad of Western Australia
Print this article
Font size -16+
বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্র এর এক অবিস্বরনীয় নাম জিয়াউর রহমান।সেই মহান নেতাকে বিশ্ব দরবারে এবং আগামী প্রজন্মকে সুপরিচিত করিয়া তুলিতে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী পশ্বিম অষ্ট্রেলিয়ার অভিবাসীগন জিয়া পরিষদ গঠন করিতে সর্বসম্মত হন।সেই লক্ষে ৩১ শে আগষ্ট ২০০৮ বেলা ২ ঘঠিকার সময় “অষ্ট্রেলিয়ান এশিয়ান কমিউনিটি হল” এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বসম্মতি ক্রমে এস, এম, ফারুক হোসেন কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি কে পরবর্তী পূর্ণাঙ্গ কার্যকরি পরিষদ গঠন না করা পর্যন্ত দ্বায়িত্ব পালণ করিবার জন্য উপস্থিত সবাই একমত হন।
যোগাযোগঃ এস, এম, ফারুক ০৪০৩ ৭০৯ ৭২১;০৪৩৩ ১৯৬ ২১৩
E-mail: ziaporishad.au@gmail.com
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!