ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরীর শুভ উদ্বোধন

ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরীর শুভ উদ্বোধন

গত শনিবার ১৫ই নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হলো ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরীর শুভ উদ্বোধন। মেলবোর্নে তথা পুরো ভিক্টোরিয়ায় এটিই বাংলাদেশীদের প্রথম প্রাতিষ্ঠানিক বাংলা পুস্তকের সংগ্রহশালা। হপার্স ক্রসিং/ওয়েরিবি/টার্নেইট এলাকাভিত্তিক এক দশক পুরানো এই বাংলা স্কুলটি বাংলাভাষার প্রসারে এবং আমাদের শিশু-কিশোরদের বাংলা শেখানোর জন্য দায়বদ্ধ, এই ভ্রাম্যমাণ লাইব্রেরী তারই একটি বহিঃপ্রকাশ।

প্রায় তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে বাংলা স্কুলের বাচ্চারা নেচে, গেয়ে, অভিনয় করে সবাইকে মুগ্ধ করে। ভ্রাম্যমান বাংলা লাইব্রেরীর উদ্বোধন করতে আসা সুধীজনেরা হলেন ভিক্টোরিয়ান পার্লামেন্টের লেবার দলীয় সদস্য এবং মাল্টিকালচারালিজম বিষয়ে সংসদের বিরোধী দলীয় নেতার পার্লামেন্টারিয়ান সেক্রেটারী জনাব টেলমো ল্যাঙ্গুইলার, বাংলাদেশী কমিউনিটির একজন সংগঠক ও লেখক ডাঃ আহমেদ শরীফ শুভ, বাংলা স্কুল কাউন্সিলের প্রেসিডেন্ট ড. কবীর পাটোয়ারী প্রমুখ। তার শুভেচ্ছা বক্তব্যে জনাব ল্যাঙ্গুইলার ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রের গুরুত্ব তুলে ধরেন, এবং এই উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশী কমিউনিটিকে সাধুবাদ জানান। তিনি আমাদের ভাষার ইতিহাসকে স্মরণ করেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের নানামূখী অবদানের কথাও তুলে ধরা হয়।

লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন লাইব্রেরীর সমন্বয়ক আশরাফুল আলম। ডাঃ আহমেদ শরীফ শুভ সুভেচ্ছা বক্তব্য রাখেন, এবং স্বরচিত কবিতা আবৃতি করেন বিশিষ্ট কবি ওয়াজিহ রাজীব। লিখিত বক্তব্য পাঠ করেন লাইব্রেরী টীমের সদস্য জান্নাতুল ফেরদৌস। তার বক্তব্যে তিনি বলেনঃ “মেট্রোপলিটান মেলবোর্নের ৩১টি স্থানীয় সরকার কাউন্সিল প্রায় ১০ হাজারেরও বেশি বাংলাভাষীর বসবাস। বাংলা অস্ট্রেলিয়ার ৭০টি কমিউনিটি ল্যাঙ্গুয়েজের একটি। অথচ হাতে গোণা দুটো বাংলা স্কুল ছাড়া বাংলার আর কোন উপস্থিতিই নেই আমাদের এই প্রবাস জীবনে। অক্ষরের চর্চা ছাড়া সংস্কৃতি ধরে রাখা যায় না, সেটা আমরা জানি। আর কাগজে ছাপা বইয়ের একটা আবেদন এমনকি এই স্মার্টফোন/আইপ্যাড প্রজন্মের বাচ্চাদের মাঝেও আছে – বাংলাদেশে বড় হওয়া আমাদের মাঝে তো আছেই। কাজেই ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল সেই অক্ষরের চর্চার প্রতি আমাদের বর্তমান প্রবাসী বাংলাদেশী প্রজন্ম এবং ভবিষ্যতের অস্ট্রেলিয়ান-বাংলাদেশীদের প্রয়োজনের কথা মাথায় রেখে উদ্যোগ নিয়েছে একটি বাংলা বইয়ের সংগ্রহশালা গড়ে তুলবার। এদেশের মুলধারার মানুষ এবং ফেডারেল ও স্টেট গভর্ণমেন্ট মাল্টিকালচারালিজমকে শুধু উতসাহিতই করে না, সহায়তাও করে থাকে। আমাদের সামনে এক বিরাট সুযোগ এসেছে বাংলা ভাষা এবং আমাদের সংস্কৃতিকে এদেশে সন্মানের সাথে তুলে ধরবার। বসবাসযোগ্যতা এবং বহু সংস্কৃতির মিলনস্থানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা শহর মেলবোর্নে আমাদের লাইব্রেরীর শেলফে সাজানো থাকবে হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথের রচনাসম্ভার, বাচ্চাদের ক-খ-গ-ঘ শেখার বই, বাংলা একাডেমীর বাংলা-ইংরেজী ও বাংলা-বাংলা অভিধান, বাংলাপিডিয়া, ধর্মীয় বই, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই। আমাদের বাচ্চারা বাংলা শিখবে, বাংলা পড়বে, বাংলায় লিখবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষীরাই নেতৃত্ব দেবে মানুষের ভাষার অধিকার রক্ষার আন্দোলনে। স্কুলের ছাত্র-ছাত্রী-অভিভাবক সহ মেলবোর্নে বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যের জন্য এই লাইব্রেরীর দ্বার সদা উন্মুক্ত। এই লাইব্রেরীটি গড়ে তুলতে আপনাদের সহায়তা কামনা করছি। আমাদের বইয়ের সংগ্রহ এখনো নিতান্তই সীমিত, এবং সবাই যাতে এ থেকে উপকৃত হতে পারে, সে লক্ষ্যে আমাদের বইয়ের সংগ্রহকে সমৃদ্ধ করা আশু প্রয়োজন। আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনাদের সংগ্রহে থাকা বাচ্চাদের এবং বড়দের কিছু বাংলা বই আমাদের লাইব্রেরীকে দান করে আমাদের এই উদ্যোগে আপনারাও অংশীদার হোন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং ভালবাসাতেই গড়ে উঠুক মেলবোর্নে বাংলা বইয়ের প্রথম লাইব্রেরী।”

বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন, জনাব টেলমো ল্যাঙ্গুইলারের ক্যাম্পেইন ডিরেক্টর জনাব জাসভিন্দার সিধু, লেবার পার্টির বাংলাদেশী সমর্থকগোষ্ঠীর জনাব আজমুল হুদা, মুহাম্মদ আলম, মিলিয়া মোর্শেদ, তাজ উদ্দিন ও মুস্তাফা হাসান ইউসুফ।

ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরী বর্তমানে ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের ভেন্যুতে প্রতি রবিবারে আসে। ঠিকানাঃ The Grange P-12 College, Deloraine Campus, Hoppers Crossing VIC 3029। বার্ষিক সদস্য চাঁদা ১০ ডলার মাত্র। বাচ্চাদের এবং বড়দের বই মিলিয়ে লাইব্রেরীর বর্তমান সংগ্রহ প্রায় তিনশত বই। বাংলাদেশী কমিউনিটির সদস্যদের কাছ থেকে আমরা বই সংগ্রহ করছি – আপনার সংগ্রহে থাকা বাংলা বইটি আমাদেরকে প্রদান করে প্রবাসে অক্ষরের চর্চা বাড়াতে সাহায্য করুন। যে কোন পরামর্শ/যোগাযোগঃ www.wrbs.com.au/vbml, AshAlam5@gmail.com, ০৪২২-৪৫৬-২৫৪ (আশরাফুল আলম, লাইব্রেরী কো-অর্র্ডিনেটর)

English Version
Victorian Bangla Mobile Library Inaugurated with fanfare in the west
The Bangladeshi Community in the west of Melbourne inaugurated their first ever library of Bangla books on Saturday the 15th of November 2014. The Library, coined as Victorian Bangla Mobile Library (VBML), is an allied venture of Western Region Bengali School based in the Hoppers Crossing/Werribee/Tarneit area, and is run by the Victorian Bangladeshi Community Foundation.
The decade old community language school for Bangla, a language of Bangladesh and India, also presented their annual cultural program on the night at Suzanne Cory High School auditorium, Werribee. The 300-strong audience enjoyed a lively cultural program that included songs, dances, fashion show, recitation of poems and a short drama. Special guest for the night was current State Member for Derrimut and Labor candidate for Tarneit, Shadow Parliamentary Secretary to the Leader of the Opposition and Multicultural Affairs, and a passionate voice for multiculturalism, Telmo Languiller MP. He officially inaugurated the Mobile Library housed in a Van, and spoke about the importance of language and culture in the multicultural society of Australia. Mr. Languiller paid tribute to the contribution made by the Bangladeshi community in Australia, and wished to work closely with them in future.
Speaking on the occasion, President of the Victorian Bangladeshi Community Foundation Dr Kabir Patoary mentioned that Bangla School and Bangla Library will not just enrich our kids, but it will enrich the broader community as well, and make Australia an even better place to live. Mr. Languiller met the school’s principal Mr. Morshed Kamal and some other members of the community including prominent writer and community leader Dr Ahmed Sharif Shuvo, President of Australia Bangladesh Association Mr. Reza Siddique, Dr Khalid Mainuddin of Victoria University, Dr Shahadat Hossain Khan of RMIT University, to name a few, and discussed the issues emerging communities like Bangladeshi community are facing these days. He mentioned that the Bangladeshi and Subcontinent culture places a very high emphasis on education, and hence the Subcontinent diaspora in Australia invests heavily on their children’s education. Mr Languiller also stressed that education is the most transformative tool that one could give an individual that in turn would transform families and communities. He further reiterated his own and his party’s commitment to support and promote multiculturalism, and making more and more investment in education sector.
Mr. Jasvinder Sidhu, Campaign Director of Mr. Telmo Languiller, Ms. Cheryl Kanthiah, Electorate Officer to Mr. Telmo Languiller, Mr. Dinesh Weerakkody, Solicitor and Barrister, Western Region Bengali School and Victorian Bangladeshi Mobile Library volunteers and office bearers, and ALP activists team from Bangladeshi community, Mr. Ajmul Huda, Mr. Muhammad Alam, Mr. Taz Uddin, Mr. Ashraful Alam, Ms. Milia Morshed led by Mr. Mustafa Hasan Yusuf were present among other distinguished guests.
Victorian Bangla Mobile Library (VBML) is currently based at the Grange P-12 College, Deloraine Campus, Hoppers Crossing, which is the current venue for the Western Region Bengali School. The Library caters for Bangla speaking readers of all ages, and annual membership can be obtained for a fee of $10.00. For more information on the library and the Bangla school, patrons can visit www.wrbs.com.au/vbmlor contact the library coordinator Mr. Ashraful Alam at AshAlam5@gmail.com

Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment