by Priyo Australia | November 24, 2014 6:53 am
গত শনিবার ১৫ই নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হলো ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরীর শুভ উদ্বোধন। মেলবোর্নে তথা পুরো ভিক্টোরিয়ায় এটিই বাংলাদেশীদের প্রথম প্রাতিষ্ঠানিক বাংলা পুস্তকের সংগ্রহশালা। হপার্স ক্রসিং/ওয়েরিবি/টার্নেইট এলাকাভিত্তিক এক দশক পুরানো এই বাংলা স্কুলটি বাংলাভাষার প্রসারে এবং আমাদের শিশু-কিশোরদের বাংলা শেখানোর জন্য দায়বদ্ধ, এই ভ্রাম্যমাণ লাইব্রেরী তারই একটি বহিঃপ্রকাশ।
প্রায় তিন শতাধিক দর্শকের উপস্থিতিতে বাংলা স্কুলের বাচ্চারা নেচে, গেয়ে, অভিনয় করে সবাইকে মুগ্ধ করে। ভ্রাম্যমান বাংলা লাইব্রেরীর উদ্বোধন করতে আসা সুধীজনেরা হলেন ভিক্টোরিয়ান পার্লামেন্টের লেবার দলীয় সদস্য এবং মাল্টিকালচারালিজম বিষয়ে সংসদের বিরোধী দলীয় নেতার পার্লামেন্টারিয়ান সেক্রেটারী জনাব টেলমো ল্যাঙ্গুইলার, বাংলাদেশী কমিউনিটির একজন সংগঠক ও লেখক ডাঃ আহমেদ শরীফ শুভ, বাংলা স্কুল কাউন্সিলের প্রেসিডেন্ট ড. কবীর পাটোয়ারী প্রমুখ। তার শুভেচ্ছা বক্তব্যে জনাব ল্যাঙ্গুইলার ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রের গুরুত্ব তুলে ধরেন, এবং এই উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশী কমিউনিটিকে সাধুবাদ জানান। তিনি আমাদের ভাষার ইতিহাসকে স্মরণ করেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। তার বক্তব্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের নানামূখী অবদানের কথাও তুলে ধরা হয়।
লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন লাইব্রেরীর সমন্বয়ক আশরাফুল আলম। ডাঃ আহমেদ শরীফ শুভ সুভেচ্ছা বক্তব্য রাখেন, এবং স্বরচিত কবিতা আবৃতি করেন বিশিষ্ট কবি ওয়াজিহ রাজীব। লিখিত বক্তব্য পাঠ করেন লাইব্রেরী টীমের সদস্য জান্নাতুল ফেরদৌস। তার বক্তব্যে তিনি বলেনঃ “মেট্রোপলিটান মেলবোর্নের ৩১টি স্থানীয় সরকার কাউন্সিল প্রায় ১০ হাজারেরও বেশি বাংলাভাষীর বসবাস। বাংলা অস্ট্রেলিয়ার ৭০টি কমিউনিটি ল্যাঙ্গুয়েজের একটি। অথচ হাতে গোণা দুটো বাংলা স্কুল ছাড়া বাংলার আর কোন উপস্থিতিই নেই আমাদের এই প্রবাস জীবনে। অক্ষরের চর্চা ছাড়া সংস্কৃতি ধরে রাখা যায় না, সেটা আমরা জানি। আর কাগজে ছাপা বইয়ের একটা আবেদন এমনকি এই স্মার্টফোন/আইপ্যাড প্রজন্মের বাচ্চাদের মাঝেও আছে – বাংলাদেশে বড় হওয়া আমাদের মাঝে তো আছেই। কাজেই ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুল সেই অক্ষরের চর্চার প্রতি আমাদের বর্তমান প্রবাসী বাংলাদেশী প্রজন্ম এবং ভবিষ্যতের অস্ট্রেলিয়ান-বাংলাদেশীদের প্রয়োজনের কথা মাথায় রেখে উদ্যোগ নিয়েছে একটি বাংলা বইয়ের সংগ্রহশালা গড়ে তুলবার। এদেশের মুলধারার মানুষ এবং ফেডারেল ও স্টেট গভর্ণমেন্ট মাল্টিকালচারালিজমকে শুধু উতসাহিতই করে না, সহায়তাও করে থাকে। আমাদের সামনে এক বিরাট সুযোগ এসেছে বাংলা ভাষা এবং আমাদের সংস্কৃতিকে এদেশে সন্মানের সাথে তুলে ধরবার। বসবাসযোগ্যতা এবং বহু সংস্কৃতির মিলনস্থানের দিক থেকে বিশ্বের অন্যতম সেরা শহর মেলবোর্নে আমাদের লাইব্রেরীর শেলফে সাজানো থাকবে হুমায়ুন আহমেদ, কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথের রচনাসম্ভার, বাচ্চাদের ক-খ-গ-ঘ শেখার বই, বাংলা একাডেমীর বাংলা-ইংরেজী ও বাংলা-বাংলা অভিধান, বাংলাপিডিয়া, ধর্মীয় বই, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা বই। আমাদের বাচ্চারা বাংলা শিখবে, বাংলা পড়বে, বাংলায় লিখবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষীরাই নেতৃত্ব দেবে মানুষের ভাষার অধিকার রক্ষার আন্দোলনে। স্কুলের ছাত্র-ছাত্রী-অভিভাবক সহ মেলবোর্নে বাংলাদেশি কমিউনিটির সকল সদস্যের জন্য এই লাইব্রেরীর দ্বার সদা উন্মুক্ত। এই লাইব্রেরীটি গড়ে তুলতে আপনাদের সহায়তা কামনা করছি। আমাদের বইয়ের সংগ্রহ এখনো নিতান্তই সীমিত, এবং সবাই যাতে এ থেকে উপকৃত হতে পারে, সে লক্ষ্যে আমাদের বইয়ের সংগ্রহকে সমৃদ্ধ করা আশু প্রয়োজন। আপনাদের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনাদের সংগ্রহে থাকা বাচ্চাদের এবং বড়দের কিছু বাংলা বই আমাদের লাইব্রেরীকে দান করে আমাদের এই উদ্যোগে আপনারাও অংশীদার হোন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং ভালবাসাতেই গড়ে উঠুক মেলবোর্নে বাংলা বইয়ের প্রথম লাইব্রেরী।”
বাংলা স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজন, জনাব টেলমো ল্যাঙ্গুইলারের ক্যাম্পেইন ডিরেক্টর জনাব জাসভিন্দার সিধু, লেবার পার্টির বাংলাদেশী সমর্থকগোষ্ঠীর জনাব আজমুল হুদা, মুহাম্মদ আলম, মিলিয়া মোর্শেদ, তাজ উদ্দিন ও মুস্তাফা হাসান ইউসুফ।
ভিক্টোরিয়ান বাংলা মোবাইল লাইব্রেরী বর্তমানে ওয়েস্টার্ন রিজিয়ন বাংলা স্কুলের ভেন্যুতে প্রতি রবিবারে আসে। ঠিকানাঃ The Grange P-12 College, Deloraine Campus, Hoppers Crossing VIC 3029। বার্ষিক সদস্য চাঁদা ১০ ডলার মাত্র। বাচ্চাদের এবং বড়দের বই মিলিয়ে লাইব্রেরীর বর্তমান সংগ্রহ প্রায় তিনশত বই। বাংলাদেশী কমিউনিটির সদস্যদের কাছ থেকে আমরা বই সংগ্রহ করছি – আপনার সংগ্রহে থাকা বাংলা বইটি আমাদেরকে প্রদান করে প্রবাসে অক্ষরের চর্চা বাড়াতে সাহায্য করুন। যে কোন পরামর্শ/যোগাযোগঃ www.wrbs.com.au/vbml, AshAlam5@gmail.com, ০৪২২-৪৫৬-২৫৪ (আশরাফুল আলম, লাইব্রেরী কো-অর্র্ডিনেটর)
Source URL: https://priyoaustralia.com.au/community-news/melbourne-news/2014/%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.