ক্যানবেরা থেকে শাহবাগ

গত ১৬ ই ফেব্রুয়ারী ২০১৩ তে ক্যানবেরা প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশ হাইকমিশনের কমিউনিটি হলে মিলিত হয়েছিল শাহবাগ চত্বরের গনজাগরের সাথে তাদের একাত্বতা জানাবার জন্যে । যুদ্ধপরাধীদের সব্বোর্চ শাস্তি আর জামাতের রাজনীতি নিষিদ্ধের দাবীতে সোচ্চার হয়েছিল সমবেত প্রবাসী বাংলাদেশীরা। টিভি বক্তিত্ব ও স্থপতি ফরহাদুর রেজা প্রবালের প্রাঞ্জল উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্লগার শাহাদাত মানিক, মাহবুব সুমন, ড : এজাজ মামুন, ড: তাহের মল্লিক, এনামুল ভুইয়া মুকুল, ড: অজয় কর, ড: শম্পা বড়ুয়া, ড: বারকাত, জিয়াউল হক, সাহানা কামাল, খুরশিদ সোহাগ প্রমুখ। দেশের গান, জয় বাংলা, রাজাকার ও যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবির স্লোগানে মুখরিত এই সমাবেশ মোমবাতি জ্বালিয়ে নবজাগরণ চত্ত্বরেরে প্রজন্মরের তরুনদের সাথে তাদের একাত্বতা ঘোষণা করেন । ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে সমাবেশে উপস্তিত সবাই কালো ব্যাচ ধারণ এবং এক মিনিট নিরবতা পালন করেন । এর আগে গত ১৩ই ফেব্রুয়ারী, কান্বেরাস্থ প্রবাসী বাংলাদেশী ছাত্ররা বাংলাদেশ হাই কমিশনের সামনে মানব বন্ধনের আয়োজন করেন এবং প্রধানমন্ত্রীর সমীপে যুদ্ধপরাধী সর্বোচ্চ শাস্তির দাবী সম্বিলিত একটি স্মারক লিপি বাংলাদেশ হাই কমিশনার কাছে হস্তান্তর করেন।
-জামাল হায়দার
ভিডিও
মানববন্ধন