Harun R Azad meets Prime Minister

Harun R Azad meets Prime Minister

২২শে সেপ্টেম্বর ২০১১ ,ক্যানবেরায় সংসদ ভবণে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সাথে মাল্টিমিডিয়া রাউন্ড টেবিল আলোচনায় অংশ গ্রহনকারি বাংলা মিডিয়া ও বেতারবাংলার পরিচালক হারুন রশীদ আজাদ

প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গত ২২শে সেপ্টেম্বর বৃহশপতিবার ক্যানবেরায় পার্লাম্যাণ্ট ভবণে মাল্টিকালচারাল মিডিয়া রাউন্ডটেবিল আলোচনায় আমন্ত্রীত ভিবিন্ন কমিউনিনিটির সংবাদ ও প্রচার মাধ্যমের সম্পাদক , পরিচালক , ও সংবাদিক দের সাথে মিলিত হন । বাংলাদেশ কমিউনিটির পক্ষে বাংলা মিডিয়া এবং বেতার বাংলার প্রতিনিধি হারুন রশীদ আজাদ উক্ত রাউন্ড টেবিল আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন ।উক্ত সভায় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডমিডিয়ার সাথে সকল বিষয়ে তার প্রতিনিধি হিসাবে সিনেটর গেরি গেরির নাম ঘোষনা করেন ।সরকারের উন্নায়ন মুলক কমসুচী মিডিয়ার দায়িত¦ এবং এর গুরুত¦ তুলেধরেন ।এছাড়া কেন্দ্রীয় সরকারের এই খাতে বরাদ্ধকৃত অর্থের কথাও তুলে ধরেন রাউন্ডটেবিল আলোচনায় ।মিনিষ্টার ফর ইমিগ্রেশন এন্ড সিটিজেন শীপ বিষয়ক দপ্তর বহিরাগত ছাত্রদের বিষয়ে নতুন নীতি ঘোষনা করেন ।এছাড়া ন্যাশন ওয়াইড ব্যবসা-বানিজ্য ,ক্ষুদ্র ব্যবসায়ি সহ বিভিন্ন দপ্তরের সহজনিয়ম নীতির ও ঘোষনা করা হয় ।সরকারের কর্মসুচী গুলি কমিউনিটির নাগরিকদের কাছে পৌছানোর ভুমিকা রাখার গুরুত¦তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ।র্পালাম্যাণ্ট ভবনের প্রাইভেট হলে মধ্যাহু ভোজ চলাকালে বিভাগীয় সিনেটর ও স্যাডো সরকারের দায়িত¦রত বিভাগীয় প্রধানগণ ও বক্তব্য রাখেন ।সকাল ১০টা ২০ মিঃ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড উদ্ধোধনী ভাষন দেন , অনুষ্ঠানটি উপ্হাপনায় ছিলেন প্রধানমন্ত্রীর সচিব এবং ইমিগ্রেশন ও মাল্টিকালচারাল বিষয়ক
সংসদীয় সচিব , সিনেটর কেট লন্ডি ।

2011/pdf/Press_PM_sM.R.T.C.220911_224388594.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment