Ethnic Schools Children’s Day Festival 2010

Ethnic Schools Children’s Day Festival 2010

এথনিক্‌ স্কুলস্‌ চিলল্ডেনস্‌ ডে ফেস্টিভাল ২০১০, এডেলেইড।

দি এথনিক্‌ স্কুলস্‌ এসোসিয়েশন অফ সাউথ অস্ট্রেলিয়া আয়োজিত “এথনিক্‌ স্কুলস্‌ চিলল্ডেনস্‌ ডে ফেস্টিভাল ২০১০” গতকাল ২৩শে অক্‌টোবর শনিবার ২০১০ এডেলেইডের মাল্টিকালচারাল প্রাণ কেন্দ্র এডেলেইডের ফেস্টিভাল থিয়েটারে অনুষ্টিত হয় । উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট গভর্ণর অফ সাউথ অস্ট্রেলিয়া মিঃ হিউই বেন লি, রােজ্েযর এডুকেশন মিনিষ্টার মিঃ জে ওয়েথারিল ,স্যাডো এডুকেশন মিনিষ্টার মিঃ ডেবিড পিসোনি এম পি ও এথনিক স্কুল এসোসিয়েশনের মাননীয় চেয়ারম্যান মিসেস রাণিয়া ডাও । এসোসিয়েশনের আওতাভূক্ত ২৫টির ও বেশী স্কুলের প্রায় ১০০০ ছেলেমেয়ে উক্ত অনুষ্টানে উপসিথত ছিল। সিটির প্রাণকেন্দ্র হাইন্ডমাশ স্কোয়ার থেকে প্রত্যেকটি স্কুল যার যার ব্যানারে মার্চপাষ্টের মাধ্যেমে ফেস্টিভাল থিয়েটারে উপস্থিত হয়। বর্ণিল মার্চপাষ্ট শুরুহয় সকাল ১০ ঘটিকায় , ফেস্টিভাল থিয়েটারে এসে শেষ হয় সকাল ১১ ঘটিকায় । অথিতিদের বক্তব্যের পর শুরু হয় প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েদের সাংস্কৃতিক পারফরমেনস্‌। বাংলাদেশ কমিনিউটির পক্ষে বাছা পরিচালিত এডেলেইডে বাংলা স্কুলের ছেলেমেয়েরা তাদের অসাধারণ পারফরমেন্সের মাধম্যে উপস্থিত সকলের ব্যাপক প্রশংসায় প্রশংসিত হয় । বাছার ছেলেমেয়েদের জন্যে বরাদ্দকৃত সময়ের মধ্যে তারা দুটি বাংলাদেশী নাচওগান উপস্থাপন করে একটি করে একক ৬বৎসর বয়সী মেয়ে মায়রা , অন্যটি ছিল দলীয় নৃত্য উপস্থাপনায় ছিল বাংলা স্কুলের মেয়েরা যথাক্রমে ইশিয়া , আনিকা , মাহাপারা , তামিনা , নিবিড় ও ফারাহ্‌্‌। বিকাল তিন ঘটিকায় অনুষ্টান সমাপ্তি ঘোষনা করা হয় ।

নিউজ এডেলেইড থেকে
আইরীন চৌধূরী।
২৩শে অক্‌টোবর ২০১০।

Event photos at https://priyoaustralia.com.au/photos/main.php?g2_itemId=11653

2010/Ethnic_Schools_Children_168830350.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment