ক্যানবেরা-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন

বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা-তে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদ্যাপন।
ক্যানবেরা, ১৭ মার্চ ২০১৮- বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা কর্তৃক যথাযথ মর্যাদা ও উদ্দীপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস-২০১৮ উদ্যাপিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবদনের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন ও নিজ ধর্মমত ও প্রথা মোতাবেক মৌন প্রার্থনা করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও তাঁর কর্মময় জীবনের উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনাপর্বে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন। তাঁরা জাতির জনকের জীবনের নানা দিকের উপর আলোকপাত করেন এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন।
হাইকমিশনার সুফিউর রহমান তাঁর বক্তব্যে সকল ভাষা শহীদ, ভাষা সংগ্রামী ও স্বাধীনতা যোদ্ধাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা ব্যক্ত করেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি ভাষা আন্দোলন ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্যয়ে যুগপৎ নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি বঙ্গবন্ধুর অতুলনীয় দেশপ্রেম ও আদর্শ পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান এবং তারঁ সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি উন্নতির অগ্রধারায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান এবং অর্থনৈতিকভাবে সক্ষম, সামাজিকভাবে সুঠাম ও রাজনৈতিকভাবে প্রগতিশীল এক বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার নিরলস সংগ্রামে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে “বাংলাদেশ” বিষয়ের উপর কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা। শিশু-কিশোরগণ বিপুল উৎসাহের সাথে প্রতিযোগীতায় অংশগ্রহন করে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দূতাবাস প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সবশেষে মান্যবর হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু-কিশোরদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। প্রায় শতাধিক প্রবাসী ও অভিবাসী বাংলাদেশী উক্ত অনুষ্ঠান উপভোগ করেন এবং নৈশ ভোজে অংশ নেন।
তারিখ : ১৭ মার্চ ২০১৮
অনুষ্ঠানের ছবি।
Related Articles
সিডনীতে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার জাতীয় শোক দিবস পালন
কাজী সুলতানা শিমিঃ গত ২০শে আগষ্ট সন্ধ্যায় সিডনির ইংগেলবার্ন লাইব্রেরী হলে বঙ্গবন্ধু পরিষদ অষ্ট্রেলিয়ার উদ্যোগে পালন করা হয় জাতীয় শোক
Interesting Video Report on Canberra Baishaki Mela 2012
Title: Tour in Baishaki Mela 2012 Venue: Bangladesh High Commission, 57 Culgoa circuit, O’Malley; Date: Saturday 14th April 2012 Credits:Directed