একুশে কর্নার ও মাতৃভাষা সংরক্ষন আন্দোলনের সমর্থনে অস্ট্রেলিয়ার এসিটি পার্লামেন্টে প্রস্তাব পাশ

“কনসারভ ইউর মাদার ল্যাংগুয়েজ” বার্তাকে বৈশ্বিক বার্তা হিসেবে গ্রহণ, সমন্বিতভাবে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনে প্রতিটি প্রধান প্রধান শহরে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ” প্রতিষ্ঠার উদ্যোগ, প্রতিটি ভাষা সংরক্ষণে সকলের বিশ্বের প্রতিটি লাইব্রেরীতে “একুশে কর্নার” প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আজ অস্ট্রেলিয়ার এসিটি পার্লামেন্টে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এলিস্টার ব্রুস কোই এই প্রস্তাব উথাপন করেন। এই সময় এমএলসি মুভমেন্ট একটি প্রতিনিধি দল পার্লামেন্ট ভবনে উপস্থিত ছিলেন।
এমএলসি মুভমেন্টের প্রতিনিধি দলে ছিলেন এমএলসি মুভমেন্ট চেয়ারপারসন ও একুশে কর্নার দর্শনের প্রবক্তা নির্মল পাল, নির্বাহী নির্বাহী পরিচালক এনাম হক , পরিচালক ও একুশে বেতার ক্যানবেরার প্রযোজক ডঃ অজয় কর, এসিটি লেজিসলেটিভ এসেম্বলির নির্বাচনে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে জিনেন্ডারা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দিতাকারী বাংলাদেশি বংশোদ্ভূত ইগ্নেশিয়াস রোজারি, সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের বর্তমান কাউন্সিলর মাসুদ চৌধুরী, ক্যান্টারবেরী ব্যাংকসটাউন সিটি কাউন্সিল নব নির্বাচিত কাউন্সিলর শাহে জামান টিটু, কৃষিবিদ কামরুল হাসান, এমএলসি মুভমেন্ট সদস্য পারভেজুল আলম অপেল প্রমুখ ।
প্রসঙ্গত, বিশ্বের সকল মাতৃভাষাকে রক্ষার করতে বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তুলতে গত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন এম এলসি মুভমেন্ট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
Related Articles
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর প্রথম বই ‘নদীর জীবন’ এসেছে এইবারের বইমেলায়
অস্ট্রেলিয়া প্রবাসী লেখক মোঃ ইয়াকুব আলীর প্রথম বই ‘নদীর জীবন’ প্রকাশিত হয়েছে। বইটি মূলত লেখকের শৈশব কৈশোরের স্মৃতিকথা হলেও এতে
নানান রঙের দিনগুলো
নয়ই নভেম্বর ছিল ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এ্যাসোসিয়েশন অষ্ট্রেলিয়ার (DUAAA) পূনর্মিলনী অনুষ্ঠান ২০১৪ ও বার্ষিক সাধারণ সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মদ্যোগি