Press Release: BNP Australia celebrate 7 November

Press Release: BNP Australia celebrate 7 November

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অষ্ট্রেলিয়া শাখার উদ্যেগে গত ৯ই নভেম্বার রোজ রবিবার সিডনীর লেকম্বো রিমেম্বার হলে অনুষ্ঠিত হয় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সিডনী প্রবাসী বাংলা ভাষীরা ছাড়া ও এই দিবসে উপসিথত হয়েছেন অষ্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিবিধ। এই আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট ও শহরের জাতীয়তাবদী নেতাকর্মীরা যোগদান করেছেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপসিথত থেকে বর্তমান সরকারের তিব্র সমালোচনা করেন সাবেক বিএনপি অষ্ট্রেলিয়ার সভাপতি ও কেন্দ্রিয় যুবদলের আন্তর্জতীক বিষয়ক সম্পাদক মনিরুল হক জর্জ। তিনি বলেন সরকার যেমন অবৈধ তাদের মন্ত্রিপরিষদ থেকে সকল কার্যক্রম ও অবৈধ তাই এই সরকারের বিরুদ্বে দেশে ও প্রবাসে সর্বাত্বক আন্দোলন করে সরকারের বিদায় ঘন্টা বাজানো হবে। জনাব জর্জ আর ও বলেন বিএনপির সিনিয়র ভাইস চ্যায়েম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে ও যুক্তি খন্ডন করতে না পেরে সরকার দিশেহারা হয়ে আবল তাবল বকছেন। তিনি বলেন তারেক রহমানের উপর সরকারের মিথা ষড়যন্ত্রমূল রাষ্ট্রোদ্রহ মামলা প্রত্যাহার করতে হবে । অষ্ট্রেলিয়া যুবদলের সভাপতি জনাব আবুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অষ্্েরলিয়া বিএনপির সভাপতি জনাব ডা. ওহাব বকুল, সাধারন সম্পাদক ফজলুল হক শফিক, সাধারন সম্পাদক আবদুল মতিন উজ্জল, ছাত্রদলের সভাপতি মো: রাশেদুল ইসলাম রাজু , সাধারন সম্পাদক হোসায়েন সারোয়ার সায়মন প্রমুখ। আলোচনা সভার বিশেষ আকর্ষন ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে ইংরেজীতে প্রামান্য চিত্র্। যা অষ্ট্রেলিয়ার নতুন প্রজন্মের মাঝে ব্যাপক উতসাহ র্সষ্টি করে। বিশষ অতিথী হিসাবে উপসিথত বাংলাদেশ হাইকমিশনের অ্যানারারী কনস্যূালার এন’নী কূরী , তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অষ্ট্রেলিয়া সফরের দিনগুলোর কথা স্বরন করে সকল প্রবাসীকে দেশের জন্য কাজ করার অনুরোধ জানান । রাতের ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment