নেলসন থেকে ফজলুল বারী

বৃহস্পতিবারের স্কটল্যান্ডের বিরুদ্ধের ম্যাচ নিয়ে শুধু জয় জয় আর জয়ের কথাই বারবার করে বললেন টিম বাংলাদেশের কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। বুধবার মিডিয়া ব্রিফিং’এ মাশরাফি বলেন স্কটল্যান্ডের বিরুদ্ধে জিতে কনফিডেন্স বাড়িয়ে আমরা এডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধেও জিততে চাই। মাশরাফি এও বলেছেন, স্কটল্যান্ড দলটিকে তারা হালকা করে দেখছেন না। দলের সব সদস্যের সেরা খেলাটা দিয়েই তাদের বিরুদ্ধে জিততে হবে। তবে বৃহস্পতিবারের ম্যাচে একজন স্পিনার বেশি খেলাবেন কীনা তা খোলাসা করে বলতে চাননি বাংলাদেশের ক্যাপ্টেন।
মাশরাফি বলেন গত ম্যাচ আমরা হেরেছি। সে কারনে বৃহস্পতিবারের ম্যাচটি আমাদের জন্যে গুরুত্বপূর্ন। এটি অবশ্যই জিততে হবে আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্যে। জয়ের জন্য আমাদের ছেলেরা উন্মুখ হয়ে আছে। মাশরাফি যখন একই ইংল্যান্ডের সঙ্গে শুধু স্কটল্যান্ডের সঙ্গে জয়ের কথা বলেন তখন এক বিদেশি সাংবাদিক তাকে মজা করে বলেন, ইংল্যান্ড টিমটাকেও তোমরা এখন স্কটল্যান্ডের সমান ভাবতে শুরু করেছো নাকি? মাশরাফি হেসে ফেলে বলেন, না। ইংল্যান্ড অবশ্যই একটা বেটার টিম। কিন্তু আমরা আমাদের ভালোটা খেলেই তাদের সঙ্গে জিততে চাই।
প্রশ্ন আসে স্কটল্যান্ড টিমের কোন দূর্বলতাকে পুঁজি করে টিম বাংলাদেশের কৌশল সাজাতে চাইছেন? মাশরাফির জবাব, আমরা কাউকে দূর্বল ভাবছিনা। নিউজিল্যান্ডে স্কটল্যান্ড টিম বেশি খেলেছে। তাই তারা নিউজিল্যান্ডের পরিবেশ সম্পর্কে জানে বেশি। এর সুযোগ তারা নিতে বা পেতে পারে। যে কোন কিছু ঘটতে পারে একদিনের ক্রিকেটে।সে কারনে আমরা কাউকে হালকা করে দেখছিনা বা ভাবছিনা। আমরা আমাদের সেরাটা খেলেই তাদের বিরুদ্ধে জিততে চাই। সাকিব বলেছেন, নেলসনের উইকেটে পেসাররাই বেশি সুযোগ পাবে, ভালো করবে। পেসারদেরই দায়িত্ব নিয়ে দলকে জেতাতে হবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। এ ব্যাপারে মতামত জানতে চাইলে বাংলাদেশের কাপ্তান বলেন, পেসাররা অবশ্যই ভালো কিছু করতে হবে বৃহস্পতিবারের ম্যাচে। কিন্তু এখানে স্পিনারদেরও ভালো কিছু করার সুযোগ আছে। আমাদের দলে সাকিবের মতো বিশ্বমানের খেলোয়াড় আছেন। সাকিব সহ আমাদের স্পিনাররাও বৃহস্পতিবারের ম্যাচে বিশেষ ভালো করবেন আশা করছি। শ্রীলংকার বিরুদ্ধে ম্যাচে আমাদের বোলাররা ভালো রেজাল্ট পায়নি। এই ম্যাচে জয়ের জন্যে আমাদের সবকিছু করতে হবে। জয়টা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ন। আমাদের আস্থা বাড়াতে আমরা জয় চাইই চাই। মাশরাফি বলেন স্কটল্যান্ড খারাপ খেলছেনা। তাদের আমরা দূর্বল প্রতিপক্ষও ভাবিনা। আমাদের সেরাটা খেলেই তাদের বিরুদ্ধে জিততে হবে।
সেক্সটন ওভালের আগের ম্যাচগুলোর রফা হয়েছে ৪ উইকেটে। বৃহস্পতিবারের ম্যাচেরও একই ফলাফল হবে কিনা, টস ফ্যাক্টর হবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল মাশরাফির কাছে। মাশরাফি বলেন এটি যেহেতু দিবারাত্রির ম্যাচ না তাই সকালের দিকের উইকেট কী আচরন করবে তা বোঝা বা বলা কঠিন। কাজেই আমরা এসব নিয়ে ভাবছিনা। আমাদের দলের পনেরজনই বেষ্ট প্লেয়ার। আমরা আমাদের নিজেদের পুরো ক্ষমতা-সামর্থ উজাড় করে ব্যালান্স করে খেলে জিততে চাই। আমি মনে করিনা যে ম্যাচটা খুব সহজ হবে। ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে এবং সেরাটা খেলেই জিততে হবে আমাদের।
বাংলাদেশ দলের বাহাতি স্পিন আক্রমন মোকাবেলায় দুবাইতে বিশেষ একটা ক্যাম্প-অনুশীলন করেছে স্কটল্যান্ড দল। বৃ্হস্পতিবারের খেলাকে সামনে রেখে দলটির ক্যাপ্টেন প্রেস্টন মমসন বলেছেন তারা বাংলাদেশ দলটিকে বিশেষ চিনিয়েছেন জানিয়েছেন শেন ওয়ার্ন। কারন ওয়ার্ন বাংলাদেশ দলকে ভালো চেনেন জানেন। স্কটল্যান্ড এর আগে তিনবার বাংলাদেশের কাছে হেরেছে, আবার হারতে যাচ্ছে কিনা তা জানতে চাইলে মমসন বলেন, বাংলাদেশ দলটাকে নিয়ে তারা অনেক গবেষনা-পর্যালোচনা করেছেন। আইসিসির পূর্নাঙ্গ সদস্যদল বাংলাদেশকে হারিয়ে সহযোগী সদস্যদল স্কটল্যান্ড নতুন কিছু করে দেখাতে চায়। সেজন্যে উন্মুখ হয়ে আছে তার দল।স্কটল্যান্ড আফগানিস্তানের কাছে হেরেছে, বাংলাদেশের সঙ্গে জয়ের আশা কিভাবে করে জানতে চাইলে তার জবাব ছিল, আফগানিস্তানের কাছে হারের বিষয়টি তাদের কাছে খুবই দূর্ভাগ্যজনক ও বিব্রতকর। ওই হারের পর স্কটল্যান্ড দলের সদস্যরা লেনসনের সমুদ্র সৈকত সহ নানা এলাকা ঘুরে চাঙ্গা হয়েছেন, এলাকাটিকে জেনেছেন বুঝেছেন। যা নেলসনে জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। মমসন বলেন ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমন উপেক্ষা-মোকাবেলা করে আয়ারল্যান্ড যে জিতেছে, এটি তাদের কাছে বড় একটি অনুপ্রেরনা। তারা আইরিশ ক্রিকেটের ভক্ত। এসব নানা কথা বলে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের আশা জানাতে চেয়েছেন স্কটিশ ক্যাপ্টেন।