আমিনুল ইসলাম বুলবুলের মন বলছে জিতবে বাংলাদেশ

আমিনুল ইসলাম বুলবুলের মন বলছে জিতবে বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের মন বলেছে বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদেশ জিতবে। বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এলাকায় দেয়া এক সাক্ষাৎকারে বুলবুল বলেন, বাংলাদেশ দলের এখন যে ক্রিকেট সামর্থ্য আছে তাতে স্বাভাবিক, পজিটিভ ক্রিকেট খেললে তা অবশ্যই সম্ভব। এরজন্যে দলের সদস্যদের কোন চাপ মাথা রাখা চলবেনা। প্রতিপক্ষ দলটা ভারত বা তাদের খেলোয়াড়দের নাম মাথায় রেখে খেলারও দরকার নেই। শুধু জানতে হবে আমরা একটি নিয়মিত ম্যাচ এবং গুরুত্বপূর্ন ম্যাচ। আমিনুল ইসলাম বুলবুল দলের এই মূহুর্তে উদ্বোধনী জুটির অথবা ব্যাটিং অর্ডারের পরিবর্তনের বিরোধী। টসে জিতলে আগে ব্যাট, বৃষ্টি হলে তিনি আগে ফিল্ডিং নেবার পরামর্শ দিয়েছেন।আমিনুল ইসলাম বুলবুলের সাক্ষাৎকারের বিস্তারিত।

সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচ

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের যে কোন ফর্মেটেই হোক না কেন বৃহস্পতিবারের ম্যাচটি সবচাইতে গুরুত্বপূর্ন ম্যাচ। কারন এটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইন্যাল। খেলা হচ্ছে এমসিজির মতো একটা নামকরা নিরপেক্ষ ভেন্যুতে। এখানে পৃথিবীর ইতিহাসের প্রথম টেস্ট ক্রিকেট খেলা হয়েছিল। সেই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এটি নক আউট পর্যায়ের খেলা। যে হারবে সে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে।সে কারনে খেলাটির দিকে সারা পৃথিবীর নজর থাকবে। এসব মিলিয়েই বলা যায় এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এ যাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচ।

টস গুরুত্বপূর্ন হবে

বৃহস্পতিবারের খেলায় টস জয় অবশ্যই গুরুত্বপূর্ন হবে। যে কোন খেলায় যে কোন দলের নিজস্ব একটি পরিকল্পনা থাকে। টস জিতলে সে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়। সে কারনে বলা হয় কোন ম্যাচে টস জয় মানে ম্যাচ জয়ের অনেকটা সহজ হয়ে যায়। এবং এমসিজিতে যে দল টস জিতবে তার অবশ্যই আগে ব্যাট নেয়া উচিত। এবং আগে ব্যাট নেয়া দল দেখেগুনে খেললে এই বিশ্বকাপে তার পক্ষে ৩০০ রান করা কোন বিষয়ই না। যে দল প্রথম ব্যাট হাতে নিয়ে ৩০০ বা এর বেশি করে ফেললে তার পক্ষে ম্যাচ জেতার ৬০-৭০ ভাগ নিশ্চিত হয়েই যায়।

টসে হারলে

বাংলাদেশ টসে হারলে বোলিং-ফিল্ডিং এমনভাবে সাজাতে হবে যাতে ভারতকে যতটা সম্ভব কম রানে আটকে ফেলা যায়। একটা খেলায় তিনটি স্টেজ থাকে। প্রথম ১০ ওভার, এরপর ৩০-৪০ ওভার এবং শেষ ৪৫-৫০ ওভার। বাংলাদেশের এখন যে বোলিং শক্তি আছে তাতে করে নিয়ন্ত্রিত ডিসিপ্লিন বোলিং-ফিল্ডিং এর মাধ্যমে ভারতকে আটকে দেয়া কঠিন হবেনা। তবে অবশ্যই নিয়মিত উইকেট পেতে হবে। বাংলাদেশের পেস এটাক এখন অনেক শক্তিশালী। আমাদের পেসার ফার্স্ট বোলাররা এই বিশ্বকাপে খুবই ভালো করছেন। স্পিনাররা এখনও সেভাবে সুবিধা পাচ্ছেন না ঠিক, কিন্তু বৃহস্পতিবারের ম্যাচে স্পিনাররা পেসারদের সহায়তা দিতে পারবেন এবং তা তাদের পক্ষে সম্ভব।

এই মূহুর্তে কোন পরীক্ষা-নিরীক্ষা নয়

বুলবুল বলেন বিশ্বকাপের এ পর্যায়ে এসে দলের ওপেনিং জুটি অথবা ব্যাটিং অর্ডার নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা করা উচিত হবেনা। তামিম আমাদের দেশের অন্যতম সেরা খেলোয়াড়। আশা করছি ইমরুল কায়েসও বৃহস্পতিবারের ম্যাচে ভালো খেলবেন। তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে। এই মূহুর্তে তাদের জুটি ভাঙ্গা বা ব্যাটিং অর্ডার পরিবর্তন করাটা ঠিক হবেনা। বাংলাদেশের উদ্বোধনী জুটি বিশ্বকাপের অন্যান্য দলগুলোর তুলনায় ধীরগতির হয়ে যাচ্ছে কীনা জানতে চাইলে বুলবুল বলেন, প্রতিপক্ষ দল ভালো বোলিং করলে প্রথম দিকে রান কিছুটা কম আসতে পারে। কিন্তু আমাদের পজিটিভ ক্রিকেট খেলতে হবে। আমাদের দলের উদ্বোধনী জুটি না দাঁড়াতে পারলেও মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিক এরা দাঁড়িয়ে যাচ্ছেন, এটা দলের পজিটিভ দিক। সাকিব, নাসির, সৌম্য, সাব্বিরদের দলকে জয়ের বন্দরে নিয়ে যাবার সামর্থ্য আছে।

বড় মাঠ ছোট মাঠ

খুব গুরুত্বপূর্ন একটি প্রসঙ্গ তুলেছেন। ক্যানবেরা, নেলসন, এডিলেইড বা হ্যামিল্টনের মাঠের চেয়ে এমসিজি অনেক বড় মাঠ। এই মাঠ পৃথিবীর সবচেয়ে বড়। সে জন্যে রান তোলার ব্যাপারে কৌশলি হতে হবে। রান যেটি পৌনে ১, সেটিকে ১, দেড়কে ২, আড়াইকে ৩ রানে পরিণত করতে হবে। এটি তিন তলা স্টেডিয়াম। ওভাল গোলাকৃতির কারনে এখানে বড় ছায়া পড়বে। ব্যাটিং-ফিল্ডিং উভয় ক্ষেত্রে তা মাথায় রেখে রান তুলতে হবে বা ফিল্ডিং করতে হবে।

যদি বৃষ্টি নামে

আমিনুল ইসলাম বুলবুল গেইম প্ল্যানিং’এ বৃষ্টির বিষয়টিকে মাথায় রাখার পরামর্শ দিয়েছেন। বৃষ্টি হলে ওভার কমানো হলে তা ম্যাচে গুরুত্বপূর্ন প্রভাব ফেলতে পারে। তখন টস জিতলে আগে বল হাতে নেয়া হবে উত্তম। উত্তরসূরী খেলোয়াড়দের উদ্দেশে কোন টিপস আছে কিনা জানতে চাইলে বলেন, কোন রকম চাপ মাথায় না নিয়ে দলের স্বাভাবিক খেলাটা খেলে যেতে হবে। মেলবোর্নে অনুশীলনের সময় ইমরুল কায়েস তার কাছে ছূটে এসে বলেছিলেন, ভাই হচ্ছে নাতো। তিনি তাকে ভরসা দিয়ে বলেছেন, অবশ্যই হবে। কারন তোমার সামর্থ্য আছে। আলাদা করে কোন খেলোয়াড়ের নাম উল্লেখ করে তিনি কিছু বলতে চাননি। শুধু বলেছেন, আমাদের দলের ১১ জন খেলোয়াড়ই কমবেশি চমৎকার খেলছে এই বিশ্বকাপে। আমার মন বলছে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই বৃহস্পতিবারের ম্যাচে বাংলাদশ ভারতকে হারিয়ে দিয়ে পৌঁছে যাবে স্বপ্নের সেমি ফাইন্যালে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment