“সারগাম মিউজিক একাডেমি” আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

“সারগাম মিউজিক একাডেমি” আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

ডা: নায়লা আজীজ মিতা: গত ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হলো “সারগাম মিউজিক একাডেমি” আয়োজিত চমৎকার এক সাংস্কৃতিক অনুষ্ঠান।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ এই একাডেমীটির প্রধান উদ্যোক্তা হচ্ছে মিঠুন চক্রবর্তী ও তার সহধর্মিণী বন্দিতা চক্রবর্তী। পেশাগত কাজ, সংসার, শিশু লালন পালন এইসব কিছুর পাশাপাশি ওরা দুজন খুব চমৎকারভাবে সংস্কৃতির সুন্দর পরিমণ্ডলটি গড়ে তুলেছে। মিঠুন ও বন্দিতার সাথে তাদের দুই মেয়ে মিষ্টি ও রাই ওতপ্রোতভাবে এই গান-বাজনা ও বাদ্যযন্ত্রের সাথে জড়িত। পড়াশোনার পাশাপাশি যেভাবে তারা বাবা-মায়ের শেখানো বিভিন্ন প্রকার শিক্ষাকে সুন্দরভাবে গ্রহণ করে সেটার চর্চা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

চমৎকার পরিবেশে, সুসজ্জিত এক অডিটোরিয়ামে সমগ্র অনুষ্ঠানটি বন্ধু – বান্ধব ও পরিবার নিয়ে দারুণ ভাবে উপভোগ করলাম। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠানটি সময়মতো সুন্দর ভাবে শুরু ও শেষ হোল যার মাঝখানে কিছুটা সময়ের বিরতি ছিল খাবার ও অন্যান্য প্রয়োজনীয় কারনে। দারুন সুন্দর ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠান‌‌! এখানে পরিবেশিত হয়েছে শিশু থেকে শুরু করে বড়দের নানান রকম চমৎকার সাংস্কৃতিক কার্যকলাপ। গান, নাচ, বাদ্যযন্ত্র সবকিছুতেই এরা এমনভাবে পারদর্শী যে এদের পারদর্শিতা অবাক করে দেবার মত !

এই অনুষ্ঠান থেকে আরো বুঝতে পারা যায় যে, প্রবাসের মাটিতে বসে কিভাবে সবাই নিজ নিজ ও ভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো বেশি সুন্দর করে শিখছে, লালন পালন করে যাচ্ছে এবং প্রয়োজন মতো সেটাকে যথাযথ পরিবেশে প্রয়োগ করতে সক্ষম হচ্ছে। আর শিশুদের ক্ষেত্রে এরা একদিকে যেমন বাবা মায়ের কাছে এইসব বিষয়ে শিক্ষা পাচ্ছে অপরদিকে এ ধরনের প্রতিষ্ঠানগুলোও ওদের জ্ঞানের পরিধিকে আরো অনেক বেশি বিস্তৃত করতে সাহায্য করছে। বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা শিশুদের মন ও মানসিকতাও সুন্দরভাবে গড়ে উঠছে।

প্রবাসী সংস্কৃতির পাশাপাশি নিজের দেশের সংস্কৃতির বিষয়ে উৎসাহ ও শিক্ষা দিয়ে তাদেরকে শেখার এবং চর্চা করে যাবার ব্যাপারে Mithun Chakraborty , Bondita Chakraborty ও তাদের একাডেমী যেভাবে একনিষ্ঠ পরিশ্রম করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই তাদেরকে এবং তাদের সাথে যারা সহযোগিতা করে চলছে সবাইকে । প্রার্থনা করি, তাদের ‌এই পরিশ্রম সার্থক হোক এবং তারা যেন তাদের এই উদ্যোগকে যথাযথভাবে চালিয়ে নিয়ে যেতে পারে।

Dr Naila Aziz Meeta

Dr Naila Aziz Meeta

Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.


Place your ads here!

Related Articles

এ সবই আমি ছিলাম, এখন কিছুই নয়

দিলরুবা শাহানা: এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক, প্রাবন্ধিক, আন্তর্জাতিক সংস্থা আইএলও এর উন্নয়ণ পরিকল্পনা বিশেষজ্ঞ মোহম্মদ আনিসুর রহমানের লেখা

গান বাক্স – অস্ট্রেলিয়া’র একমাত্র ২৪/৭ HD রেডিও

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে প্রচারিত বাংলা অনলাইন রেডিও  ‘গান বাকসো’ সফলভাবে তাদের মোবাইল এবং ফেসবুক অ্যাপলিকেশন অবমুক্ত করেছে। ‘Radio Gaan Baksho’

Celebration of the Victory Day 2015 at Bangladesh High Commission, Canberra

High Commission for the People’s Republic of Bangladesh 57 Culgoa Circuit, O’Malley ACT 2606, Canberra, Australia. Tel-61-2-6290-0511/0522/0533 Fax-61-2-6290-0544 Email: hoc@bhcanberra.com

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment