এমপি গেই ব্রডম্যানঃ মাল্টিকালচারাল কম্যুনিটি স্যালুটস ইউ

কেনবেরার মাল্টিকালচারাল কম্যুনিটি স্যালুট জানিয়ে লেবারেল প্রাক্তন এমপি গেই মেরী ব্রডম্যানকে ফেয়ারওয়েল দিয়েছে। ফেয়ারওয়েল অনুষ্ঠানে এমপি ব্রডম্যানের হাতে যে ক্রেস্ট তুলে দেওয়া হয় তাতে লেখা রয়েছে, ‘ইন এপ্রিসিয়েশন অফ ইউর সার্ভিস টু কেনবেরা … দি মাল্টিকালচারাল কম্যুনিটি ইন কেনবেরা স্যালুটস ইউ’।
গত শুক্রবার সন্ধ্যায় (১৪ জুন ২০১৯) কেনবেরা সিটিতে ‘দোশা হাট’ রেস্তুরেণ্টে এই ফেয়ারওয়েলের আয়োজন করা হয়। গেই ব্রডম্যান তার স্বামী এবিসি সাংবাদিক ক্রিস ওলম্যান’কে সাথে নিয়ে সেই ফেয়ারওয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেয়ারওয়েল অনুষ্ঠানে উপস্থিত কেনবেরার লিবারেল লিডার এ.সি.টি লেজিস লেটিভ এসেম্বলীর বিরোধী দলীয় নেতা এলিস্টার কো এ.সি.টিতে এমপি ব্রডম্যানের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘ ইউ হ্যাভ এম্পয়ার্ড থাউসেন্ডস অফ পিপল ইন ন্যাশনাল কেপিটাল, এন্ড ফর দ্যাট আই এম ভেরি গ্রেটফুল’। তিনি বলেন, রাজনীতিতে সাধারনতঃ দুই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে। একধরনের ব্যক্তিত্ব রয়েছেন যারা হচ্ছেন ‘পাওয়ার টেকার’ আর একধরনের ব্যক্তিত্ব আছেন যারা ‘পাওয়ার গিভার’। গেই ব্রডম্যান একজন ‘পাওয়ার গিভার’ রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি কেনবেরাকে এম্পয়ার্ড করেছেন।
মাল্টিকালচারাল কম্যুনিটির এই ফেয়ারওয়েল অনুষ্ঠানের উদ্যোক্তা স্বন্দীপন মিত্র (এশিয়ান কম্যুনিটি) আর কফি বন্সু (আফ্রিকান কম্যুনিটি )। অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন এথনিক গ্রূপের সদস্য ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ভারত, শ্রীলঙ্কা, ঘানা, উগান্ডা, কেনিয়া’র রাষ্ট্রদূতের প্রতিনিধিগন, এ.সি.টি মারুমবিজির এম এল এ, রেডিও মানপসন্দ ও একুশে রেডিও এর পরিচালক। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বন্দীপন মিত্র।
ফেয়ারওয়েল অনুষ্ঠানের ব্যপারে জানতে চাইলে উদ্যোক্তারা জানান, দীর্ঘ নয় বছররের রাজনৈতিক জীবনে (২০১০-২০১৯) এমপি ব্রডম্যান কেনবেরার মাল্টিকালচারাল কম্যুনিটি’তে যে অবদান রেখেছেন তার সেই অবদানের স্বীকৃতি জানাতে এই ফেয়ারওয়েলের আয়োজন।

স্বন্দীপন মিত্র বলেন, তার কম্যুনিটি ইভেন্টে’র বিভিন্ন সমস্যার সমাধানে এমপি ব্রডম্যানের সহযোগীতা পেয়েছেন তিনি। এমপি ব্রডম্যান তার একজন ভাল মেন্টর। আফ্রিকান কম্যুনিটিতে এমপি ব্রডম্যানের অবদান স্মরনীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন আফ্রিকান কম্যুনিটি লিডার কফি বন্সু। কফি বন্সু মেন্টর হিসাবে পেয়েছেন এমপি ব্রডম্যানের স্বামী ক্রিস ওলম্যানকে।

ফেয়ারওয়েল অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্যেশ্যে তার দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রাক্তন এমপি ব্রডম্যান এলিস্টার কো’র প্রশংসা করে বলেন,’ আই এম প্লীজড ফর দি কন্ট্রিবিউশন ইউ মেক টু দি কম্যুনিটি দ্যাট মেইক কেনবেরা এ বেটার প্লেস’। সাব-সাবকন্টিনেন্ট ও আফ্রিকান ডিপ্লোম্যাটিক কোরের সদস্যরা তাদের ব্যস্ততার মধ্যেও তার এই ফেয়ারওয়েলে উপস্থিত থাকার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান। তিনি ধন্যবাদ জানান অনুষ্ঠানের দুই আয়োজক স্বন্দীপন মিত্র আর কফি বন্সু’কে এই ফেয়ারওয়েলের আয়োজন করার জন্য।
এমপি ব্রডম্যান ২১ অগাস্ট ২০১০ সালে অষ্ট্রেলিয়ান ফেডারেল পার্লামেন্টে কেনবেরার এমপি হিসাবে নিৰ্বাচিত হন। গেই ব্রডম্যান ‘গিফট অফ লাইভ এন্ড আওয়ার ওয়েলনেস’ বোর্ডের ভলাণ্টিয়ার ডিরেক্টর হিসাবে অর্গান ডোনেশন কর্মসূচী সহ কেনবেরার স্বাস্থ্য সেবার বিভিন্ন উন্নয়নে ভুমিকা রাখেন। তিনি ১১ এপ্রিল ২০১৯ রাজনীতি থেকে অব্যাহতি নেন।

মাল্টিকালচারাল কম্যুনিটির ১৪ জুনের ফেয়ারওয়েলকে ঘিরে ‘একুশে রেডিও’ আগামী ২৭ জুন 2xx কম্যুনিটি রেডিও ষ্টেশন (FM 98.3) থেকে একটি রেডিও প্রোগ্রাম সম্প্রচারের সিন্ধান্ত নিয়েছে।
Related Articles
Please don’t take the government ‘hostage’
Every sensible person in the country was visibly horrified by the last week’s senseless and brutal massacre at the headquarters
ভালবাসুন, সুস্থ থাকুন!!!
ভালবাসার মানুষটিকে খুশি রাখতে ফুল, চকলেট, কার্ড,পারফিউম ইত্যাদি ইত্যাদি কত কিছুই না উপহার দেয়ার কথা চিন্তা আসে মাথায়। অথচ ভালবাসার
লুইজি পিরানদেল্লো-র গল্প – যুদ্ধ – অনুবাদ: ফজল হাসান
রাতের এক্সপ্রেস ট্রেনে যে সব যাত্রীরা রোম থেকে রওনা হয়েছিলো, তাদেরকে সকালবেলা ছোট্ট ষ্টেশন ফেব্রিয়ানোতে নামতে হয়েছে । পরে যাত্রীরা