বাংলাদেশের রেমিট্যান্সে অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের অবদান ৫২মিলিয়ন ডলার

বাংলাদেশের রেমিট্যান্সে অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের অবদান ৫২মিলিয়ন ডলার

অজয় কর: অষ্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশের রেমিট্যান্স আয়ে অবদান মাত্র ৫২মিলিয়ন ডলার, বললেন প্রবাসী কল্যান ও ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের মহা পরিচালক গাজী মোহাম্মদ জুলহাস। বাংলাদেশর রেমিট্যান্স আয়ের সিংহ ভাগ আসে মধ্যপ্রদেশের দেশগুলিতে কর্মরত শ্রমিকদের কাছ থেকে যাদের শতকরা ৮০ ভাগই অদক্ষ শ্রমিক।
গত ২৪ জানুয়ারী ২০১৮, ক্যানবেরায় বাংলাদেশ দুতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রবাসীদের ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের সদস্যপদ গ্রহন সংক্রান্ত এক মতবিনিময় সভায় বোর্ডের মহা পরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এই তথ্য জানান।

 

সভায় উপস্থিত বাংলাদেশীদের কাছে ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে মিষ্টার জুলহাস প্রবাসী বাংলাদেশীদের বোর্ডের সদস্যপদ গ্রহন করে বাংলাদেশের অৰ্থনৈতিক উন্নয়নে এগিয়ে আসতে আহ্বান জানান। তিনি বলেন, মাত্র ৬০ অষ্ট্রেলিয়ান ডলার ফি দিয়ে ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের আজীবন সদস্যপদ গ্রহন করলে সদস্যকে ও তার পরিবারকে বাংলাদেশে প্রয়োজনে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন সহায়তা প্রদান ও প্রবাসী কল্যান বাঙ্কের মাধ্যমে সদস্যকে সহজ শর্তে ঋণ গ্রহনের সুবিধা দেওয়া ছাড়াও বারিধারায় ওয়েজ আর্নাস কল্যান বোর্ডের নির্মিত ফ্ল্যাট ক্রয়ে অগ্রাধিকার দেওয়া হয়।

তিনি বলেন, বিশ্বের শ্রমবাজারে বাংলাদেশীদের সংখ্যা ১৫/১৬ অর্থবছরে তুলনায় ১৬/১৭ অর্থবছরে বাড়লেও রেমিটান্স আয় কমেছে।

গত অর্থবছরে (জুলাই ‘১৬-জুন ‘১৭) বাংলাদেশর রেমিট্যান্স আয় ছিল ১২.৭৬ বিলিয়ন মার্কিন ডলার অথচ আগের অর্থবছরে (জুলাই’১৫-জুন’১৬) এই আয়ের পরিমান ছিল ১৪.৯৩ বিলিয়ন (ঢাকা ট্রাইবুন, জুলাই ০৩, ২০১৭)। রেমিট্যান্স আয়ের এই নিম্নমুখি ধারাকে রোধ করতে সরকারের করনীয় কি রয়েছে সে ব্যাপের সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা তাদের মুল্যবান মতামত তুলে ধরেন।

একুশে রেডিও 2XX FM 98.3 চ্যানেল থেকে মতবিনিময় সভাকে ঘিরে একটি রেডিও অনুষ্ঠান প্রচার করে।


Place your ads here!

Related Articles

র‍্যান্ডউইক কাউন্সিল কর্তৃক “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন এবং লাইব্রেরীসমূহে “একুশে কর্নার” প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত

বিগত ৩০শে সেপ্টেম্বর’১৯ সোমবার সকাল ১০ ঘটিকায় সকল ভাষাভাষীর মাতৃভাষা, সংস্কৃতি এবং কৃষ্টির চর্চা এবং সংরক্ষণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে

Bangladeshi Economist urges Australia to oppose Phulbari coal mine By Flint Duxfield

Visiting professor Anu Muhammad from Jahangirnagar University, Bangladesh, has called on the Australian government not to support the construction of

16th December Victory Day: Bangladesh Marching Forward

On the great occasion of the Victory Day, we remember the supreme sacrifices of the freedom of fighters-men and women

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment