আমাদের তারকা সাঁতারু ছোট্ট নাইরৌং
ক্যানবেরাতে যারা অনেক দিন থেকে আছেন – তাঁরা এই তারকা সাতারুকে হয়তো চিনতে পারবেন। অনেক দিন থেকেই ক্যানবেরাতে। বাবা মা লেখাপড়া’র কারণে ১৬ বছর আগে প্রথম এসেছিলো বাংলাদেশ থেকে। ২০১২ সালে যখন স্থায়ী আবাসন হিসাবে অস্ট্রেলিয়া, তথা ক্যানবেরা কে বেছে নিয়েছিল বাবা মা। তখন তার বয়স চার। সে থেকে, সেও ক্যানবেরা’র স্থায়ী বাসিন্দা হয়ে গেলো।
সদা হাসি খুশি – প্রাণ চঞ্চল মেয়ে। যে কাউকে আপন করে নিতে পারে মুহূর্তে। তিন ভাই বোনদের মধ্যে সে সবার বড়। নাম “নাইরৌং” যার অর্থ Visionary person, পুরা নাম নাইরৌং ত্রিপুরা। সে ক্যানবেরা’র নেভিল বোনার প্রাইমারি স্কুলের ছাত্রী। বাবা অভিলাষ ত্রিপুরা – মা রাজেশ্বরী রোয়াজা । দু’জন ই আমাদের বাংলাদেশী কমিউনিটিতে বেশ পরিচিত, সদা হাসিখুশি, প্রিয় মুখ।
সম্প্রতি ACT (Australian Capital Territory) Regional U12 Swimming Championship এর North Canberra and Gungahlin Region এ আরও ৩৮ জন বিভিন্ন স্কুল চ্যাম্পিয়নদের সাথে প্রতিযোগিতায় Under 10 Girls 50m backstroke এ নাইরৌং, 47.2 সেকেন্ডস সময় নিয়ে রিজিওনাল চ্যাম্পিয়ন হয়েছে। ACT state championship (প্রদেশ পর্যায়) এ অংশগ্রহণের এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও কোয়ালিফাইং টাইমিং অর্জন ও রিজিওনাল লেভেলের সফলতার কারনে সেটা এখন সম্ভবত সময়ের ব্যাপার মাত্র।
এই প্রসঙ্গে বাবা অভিলাষ বলেন “প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রাপ্তির আনন্দ এনে দিল আমাদের ছোট্ট মামণি নাইরৌং। Australian “Dolphins” দের কমনওয়েলথ গেমস এর সুইমিং বিভাগে রেকর্ড সংখ্যক গোল্ড মেডেল (২৮) ও পদক (৭৩) জয়ের সময়ে বলে এই সাফল্য আরও সিগনিফিকেন্ট হলো। মাইল পাঁচেক দূর্গম পথে পাহাড় ও ছড়া (ছোট নদী) পাড়ি দিয়ে প্রাইমারি স্কুলে যাবার পথে বাবার শৈশবে প্রকৃতির কাছে সাঁতার শিখার গল্পগুলো শুনে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। মাত্র দুই কোটি মানুষের রাষ্ট্র হয়েও বিশ্বের ২য় সর্বোচ্চ আন্তর্জাতিক পদক জয়ী চ্যাম্পিয়ন সাঁতারুদের দেশে প্রতিযোগিতামূলক সাঁতারে এত ছোট্ট বয়সেই আমাদের মেয়ে নাম লেখাল সেটাতো অনেক বড় আনন্দের ।
মাত্র কয়েক মাস সুইমিং একাডেমী’র লেসন, তার অনেক দিন আবার বাবা মার রূটি রোজগারের রুটিনের চাপে অনুপস্থিতি। সুইমিং লেসন শেষে বন্ধুদের সাথে খেলার প্রায়োরিটি’র কারনে একটি দিনও প্রাকটিস করা হয়নি স্ট্রোক গুলো। এতেই এ মনোমুগ্ধকর সাফল্য পেয়েছে।
আপনারা সবাই আমাদের ছোট্ট মামণির জন্য অনেক বেশি করে আশীর্বাদ/দোয়া করবেন যেন এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।”
হা, আমরা সবাই আমাদের ছোট্ট নাইরৌং এর জন্যে প্রার্থনা করছি সে যেন এ সাফল্যের ধারা, আগামী প্রতিযোগিতা গুলিতে অব্যাহত রাখতে পারে।
আমাদের তারকা সাঁতারু ছোট্ট নাইরৌং – সারা অস্ট্রেলিয়ার গর্ব হয়ে উঠুক এই প্রত্যাশায়।
Related Articles
Bangladesh High Commission, Canberra – Consular and Welfare Service Week 2018
Dear all, This is to inform all concerned that a ‘ Consular and Welfare Service Week’ is going to be
RIP Syeda Nirupama Hossain
Sherele Moody: 33-year-old Syeda Nirupama Hossain was stabbed to death on Easter Sunday in Minto. Her children – aged six
মাহামাকুত বুদ্ধিষ্ট টেম্পলে এক বিকেলে
আমাদের শৈশবের বিনোদনের অন্যতম উপকরণ বিটিভিতে শুক্রবারটা ছিল আমাদের জন্য অনেক বেশি আনন্দের। সকালে বিভিন্নরকমের অনুষ্ঠানের শেষে বিকেলে টেলিভিশনের অনুষ্ঠান
অনেক অনেক ধন্যবাদ মানিক ভাই ও Priyo Australia. আমাদের নাইরৌং এর জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করছি ।
Bangla type korte na janar jonnyo ami dukkhito.
Nairoung Australiar jonnyo sorbbocha samman boye anuk abong tar sikhorke sajatne lalon karuk ai kamona karchi.
Sir, Onek Onek Dhannyobad apanake. Ashirbad korben amader meyer jonnyo.Apnar shubakana kori.
Congratulations to Nairwng