আমাদের তারকা সাঁতারু ছোট্ট নাইরৌং

by Shahadat Manik | April 12, 2018 8:55 am

ক্যানবেরাতে যারা অনেক দিন থেকে আছেন – তাঁরা এই তারকা সাতারুকে হয়তো চিনতে পারবেন। অনেক দিন থেকেই ক্যানবেরাতে। বাবা মা লেখাপড়া’র কারণে ১৬ বছর আগে প্রথম এসেছিলো বাংলাদেশ থেকে। ২০১২ সালে যখন স্থায়ী আবাসন হিসাবে অস্ট্রেলিয়া, তথা ক্যানবেরা কে বেছে নিয়েছিল বাবা মা। তখন তার বয়স চার। সে থেকে, সেও ক্যানবেরা’র স্থায়ী বাসিন্দা হয়ে গেলো।

সদা হাসি খুশি – প্রাণ চঞ্চল মেয়ে। যে কাউকে আপন করে নিতে পারে মুহূর্তে। তিন ভাই বোনদের মধ্যে সে সবার বড়। নাম “নাইরৌং” যার অর্থ Visionary person, পুরা নাম নাইরৌং ত্রিপুরা। সে ক্যানবেরা’র নেভিল বোনার প্রাইমারি স্কুলের ছাত্রী। বাবা অভিলাষ ত্রিপুরা – মা রাজেশ্বরী রোয়াজা । দু’জন ই আমাদের বাংলাদেশী কমিউনিটিতে বেশ পরিচিত, সদা হাসিখুশি, প্রিয় মুখ।

সম্প্রতি ACT (Australian Capital Territory) Regional U12 Swimming Championship এর North Canberra and Gungahlin Region এ আরও ৩৮ জন বিভিন্ন স্কুল চ্যাম্পিয়নদের সাথে প্রতিযোগিতায় Under 10 Girls 50m backstroke এ নাইরৌং, 47.2 সেকেন্ডস সময় নিয়ে রিজিওনাল চ্যাম্পিয়ন হয়েছে। ACT state championship (প্রদেশ পর্যায়) এ অংশগ্রহণের এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও কোয়ালিফাইং টাইমিং অর্জন ও রিজিওনাল লেভেলের সফলতার কারনে সেটা এখন সম্ভবত সময়ের ব্যাপার মাত্র।

[1]

[2]

পরিবারের সাথে নাইরৌং ত্রিপুরা[3]

পরিবারের সাথে নাইরৌং ত্রিপুরা

এই প্রসঙ্গে বাবা অভিলাষ বলেন “প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রাপ্তির আনন্দ এনে দিল আমাদের ছোট্ট মামণি নাইরৌং। Australian “Dolphins” দের কমনওয়েলথ গেমস এর সুইমিং বিভাগে রেকর্ড সংখ্যক গোল্ড মেডেল (২৮) ও পদক (৭৩) জয়ের সময়ে বলে এই সাফল্য আরও সিগনিফিকেন্ট হলো। মাইল পাঁচেক দূর্গম পথে পাহাড় ও ছড়া (ছোট নদী) পাড়ি দিয়ে প্রাইমারি স্কুলে যাবার পথে বাবার শৈশবে প্রকৃতির কাছে সাঁতার শিখার গল্পগুলো শুনে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতো। মাত্র দুই কোটি মানুষের রাষ্ট্র হয়েও বিশ্বের ২য় সর্বোচ্চ আন্তর্জাতিক পদক জয়ী চ্যাম্পিয়ন সাঁতারুদের দেশে প্রতিযোগিতামূলক সাঁতারে এত ছোট্ট বয়সেই আমাদের মেয়ে নাম লেখাল সেটাতো অনেক বড় আনন্দের ।

মাত্র কয়েক মাস সুইমিং একাডেমী’র লেসন, তার অনেক দিন আবার বাবা মার রূটি রোজগারের রুটিনের চাপে অনুপস্থিতি। সুইমিং লেসন শেষে বন্ধুদের সাথে খেলার প্রায়োরিটি’র কারনে একটি দিনও প্রাকটিস করা হয়নি স্ট্রোক গুলো। এতেই এ মনোমুগ্ধকর সাফল্য পেয়েছে।

আপনারা সবাই আমাদের ছোট্ট মামণির জন্য অনেক বেশি করে আশীর্বাদ/দোয়া করবেন যেন এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।”

হা, আমরা সবাই আমাদের ছোট্ট নাইরৌং এর জন্যে প্রার্থনা করছি সে যেন এ সাফল্যের ধারা, আগামী প্রতিযোগিতা গুলিতে অব্যাহত রাখতে পারে।

আমাদের তারকা সাঁতারু ছোট্ট নাইরৌং – সারা অস্ট্রেলিয়ার গর্ব হয়ে উঠুক এই প্রত্যাশায়।

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/04/30118805_10157363715773642_1910049995_n-e1523501439678.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/04/30020475_10157364994183642_2072625743_n.jpg
  3. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2018/04/23795152_10156900848573642_6357154639067090961_n.jpg

Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/swimming-star-nairwng/