ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় বাংলাদেশের নাম
ফজলুল বারী, ম্যাকলিন পার্ক, নেপিয়ার থেকে
নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। দলে রুবেল ফিরে আসায় বাদ পড়েছেন। ফিরে এসেছেন সৌম্য সরকার। উল্লেখ্য ম্যাকলিন পার্কের মাঠে এই প্রথম কোন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে। সে কারনে এ ম্যাচের মাধ্যমে ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায়ও উঠে যাবে বাংলাদেশের নাম। এবারে নিউজিল্যান্ড সফরে সফরে এরমাঝে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হতদ্যম বাংলাদেশের জন্যে আজ নতুন ও কঠিন এক পরীক্ষা। ওয়ানডে সিরিজে যাই ঘটুক টি-টোয়েন্টিতে জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন দলের কোচ এবং অধিনায়ক। ম্যাকলিন পার্কের উইকেট একটি ব্যাটিং উইকেট। সে কারনে টস জয় ছিল গুরুত্বপূর্ণ। টস জিতে প্রথমে ব্যাট নেয়াকে তাই বাংলাদেশের জন্যে ভালোই হয়েছে বলা চলে। কারন এ মাঠে টস জিতলে কিউই অধিনায়কও প্রথম ব্যাট নিতেন। তাতে বাংলাদেশের সামনে বড় একটি টার্গেটের ঝুঁকি থাকতো। এখন এখানে সন্ধ্যা ৭ টা বাজলেও আবহাওয়াকে রোদেলা বিকেল বলা চলে গ্রীষ্মে নিউজিল্যান্ডে সূর্য ডোবে অনেক দেরিতে। আজ মঙ্গলবার সূর্যাস্ত হবার কথা ৮ টা ৪২ মিনিটে। মাঠে আছেন খুব অল্প সংখ্যক বাংলাদেশি দর্শক। এরা মূলত অকল্যান্ড থেকে এসেছেন।
Related Articles
ডার্টি কমেডি ও নোংরা গল্প
ঘটনা দু’টো দুই মহাদেশের। বিস্ময়কর ভাবে কেন্দ্রীয় বিষয় এক ও মানুষের প্রতিক্রিয়াও এক। মানুষ আনন্দে হাসার জন্য কমেডী দেখে আর
India’s Foreign Secretary Nirupama Rao’s visit to Dhaka: India’s response too slow to concerns of Bangladesh
India’s Foreign Secretary Ms. Nirupama Rao’s two day visit from 6th June to Dhaka was perceived as one which might
নারীর ক্ষমতায়ন এবং একজন নিরুপমার কথা
গত কয়েকদিন থেকে নীরুপমার জন্য মনটা বিষন্ন হয়ে আছে। আমার শুধু নীরুপমার মা এর কান্নাভেজা ভিডিও চ্যাটের ছবিটি চোখে ভাসছে।