তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে

ফজলুল বারী, মাউন্ট মাঙ্গানুই থেকে
অপেক্ষার পালা শেষ। তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে ওয়েলিংটনে। সাদা জার্সি উঠছে বাংলাদেশের তরুন গতির রাজার গায়ে। এ কথা জানালেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচক জানান, তাসকিনের পক্ষে ফিজিও-ট্রেনার উভয়েই সবুজ সংকেত দিয়েছেন। নিউজিল্যান্ড সফর দলের সঙ্গে থাকলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন না তাসকিন। তাকে বসিয়ে দলের আরেক প্রধান বোলার রুবেল হোসেনকে সুযোগ দেয়া হয়। শুকবারও রুবেল খেলবেন দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃহস্পতিবার মাউন্ট মাঙ্গানুইর বে ওভাল ক্রিকেট স্টেডিয়ামের অনুশীলন পর্বে তাসকিনও ছিলেন। তবে তিনি ছিলেন সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সঙ্গে।
এতদিন হাঁটুর সমস্যায় টেস্ট খেলেননি তাসকিন। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সময়ও তাই তাসকিনের কথা ভাবা হয়নি। গত দু’বছরের পরিচর্যায় টেস্টের জন্যেও তিনি এখন প্রস্তুত। এবার তিনি ফিজিও-ট্রেনারের ছাড়পত্র পেয়েছেন। বৃহস্পতিবার তাকে প্রথম লাল বলে দলের সম্ভাব্য টেস্ট স্কোয়াডের সঙ্গে অনুশীলনে দেখা গেলো। টেস্ট দলের সঙ্গে বৃহস্পতিবার অনুশীলন করেছেন অধিনায়ক মুশফিকও। অনুশীলনের মাঠের পাশে কোচ চন্ডিকা হাথুরু সিংহে সম্ভাব্য টেস্ট দল নিয়ে দীর্ঘ সময় কথা বলেন মুশফিকের সঙ্গে। আগামি ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।
Related Articles
দি গডস মাস্ট বি ক্রেজি
সরকারী চাকুরীতে যোগদান করলেই না কি বাড়ি, গাড়ি বিনামূল্যে পাওয়া যায়? বাড়ি তখনও পায় নাই, তবে আমার নামে একটা গাড়ি
মৃত্যুঞ্জয়ী গোপাল কৃষ্ণ মুহুরীর গল্প।
আজ ১৬ই নভেম্বর ২০১৯। ঠিক আঠারো বছর আগে এই দিনে খুব ভোরে আমার বাবাকে হত্যা করা হয়। বাবা আমার ঘুমাচ্ছিল,
নৌকায় কেন ভোট দেবেন
দেশে থাকতে শেষ ভোট দিয়েছিলাম ১৯৯১ সালে। আইএসআই, শ্যাম চাচা, সুবিধাবাদী শ্রেণী আর দেশ প্রেমিক বাহিনীর একাংশের কারনে আমার ভোটটি