ক্যানবেরার “আপেল” কাহিনী

কিছু শুভানুধ্যায়ীর কাছে শুনলাম ১৯৭৫ এর ভোরে বঙ্গবন্ধুর খুনিদের রেডিও বেতারে সাহায্যকারী (আমরা ফেসবুক এবং বিভিন্ন পত্রিকায় পড়েছি) আপেল মাহমুদ (আবু সাত্তার মোহাম্মদ শাজাহান ১৯৭১ এ আপেল মাহমুদ নাম ধারণ করেন, ১৯৭২ সালের ডাকসু নির্বাচনে ম হামিদের কাছে ছাত্রলীগের প্যানেলে দাঁড়িয়েও হেরে যায়) ক্যানবেরায় কারো বাড়িতে আসবে। সে হতেই পারে; কারণ আপেল মাহমুদ কারও ভাই, বন্ধু বা জামাতা বা শ্বশুর হলে আসবে না? কারও বাড়িতে কেন, আপেল মাহমুদ এসে ক্যানবেরা থিয়েটারে বা অপেরা হাউসে গান গাইতে পারে। অস্ট্রেলিয়া পুরোপুরি গণতান্ত্রিক দেশ, পাবলিকের ঝামেলা না করে যে কেউ আইন মেনে অনুষ্ঠান করতেই পারে। অস্ট্রেলিয়ান সরকার দেখবে অনুষ্ঠান সমাজে গন্ডগোল করবে কিনা; লাভজনক অনুষ্ঠান হলে আপনি যথার্থ ট্যাক্স দিয়েছেন কিনা। আবার যিনি এখান থেকে অর্থ (যত সামান্যই হোক) কামাই করে নিয়ে যাচ্ছেন, উনার ভিসায় কাজ করার অনুমতি আছে কিনা, থাকলে কত ঘন্টা কাজ করতে পারবে, TFN বা Tax File Number এবং চাকুরীদাতার ABN বা Australian Business Number আছে কিনা এইসব দেখে। আইন মানলে জিনিস খুব সহজ, নইলে অনেক হ্যাপা।
ঘটনা চক্রে আমার কাছে একটা মেইল আছে যারা ওই বাড়িতে এই উইকেন্ডে আমন্ত্রিত। এদের কেউ কেউ ফোনে জানাচ্ছে যে ভাই আমি কিছু জানি না। আমি বলি যে আমাকে এইসব বলছেন কেন? কেউ তো কাউকে যেতে বারণ করছে না।
সিডনির কোনো এক অনুষ্ঠানে নাকি অভিনেতা আজিজুল হাকিম (আমার কলেজ বন্ধুর বড় ভাই), যার মহাখালীর বাসায় আমার নিত্য আসা যাওয়া ছিল, অর্থাৎ বাবুল ভাই নাকি আপেল মাহমুদকে মঞ্চে পরিচয় করিয়ে দিয়েছেন, সাথে ঢাকা মঞ্চের আরেক সাবেক অভিনেতাও ছিলেন। শুধু মাত্র আতিক হেলাল- আপেল মাহমুদের মঞ্চে উঠার বিরোধিতা করেছেন। Hats off আতিক হেলাল- যদিও আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নাই। শুনলাম বাবুল ভাই নাকি আপেল মাহমুদের ১৯৭৫ এর সংশ্লিষ্টতার কথা জানতেন না। বাবুল ভাইকে জানি বলেই বলছি, “আপনাকে কি benefit of doubt দিবো? আপনার ভেতরকার মানুষটা কি বলে?” আর যারা জেনেও না জানার ভান করছে?
Related Articles
সশস্ত্র বাহিনী দিবস
অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড ২৫ এপ্রিল ANZAC Day বা সশস্ত্র বাহিনী দিবস পালন করে। সেদিন সরকারি ছুটির দিন; সরকারি উদ্যোগে
Holidays: Best 10 Days in Bangladesh
ছুটির অবসরে সেরা দশ দিন আমার চাকরি জীবনের শুরুটা স্কুলের শিক্ষকতা দিয়ে। একেবারে নিজের গ্রামে নিজের স্কুলে। বাউল হবার আশায়
Why AL may not sit for a dialogue soon?
Prime Minister Shekh Hasina repeatedly stated that there should not be a constitutional vacuum in the country for the sake