উইকেটে প্রথম দিন পেস বোলারদের দাপট থাকবে

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে: নিউজিল্যান্ড সফর উপলক্ষে প্রস্তুতি নিতে হবে এরজন্যে বাংলাদেশ দল দু’ভাগে অস্ট্রেলিয়ার সিডনি আসে ডিসেম্বরের ৯ এবং ১২ তারিখে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আসে নিউজিল্যান্ডে। ডিসেম্বরে ক্রাইস্টচার্চের ওয়ানডে দিয়ে শুরু। প্রথম ফলাফল শূন্য। কিন্তু সেই ফলাফল আর শূন্যের বাইরে যায়নি। প্রথম শুন্য প্রাপ্তির ক্রাইস্টচার্চেই শুক্রবার শুরু হচ্ছে দ্বিতীয় এবং শেষ টেস্ট। শেষ টেস্টে বাংলাদেশ দল আর জিতবে এটি খুব বেশি মানুষ করেননা। এর চাইতে দলে চোটের মিছিল, শেষ টেস্টে কারা খেলবে, রুবেল খেলবে কিনা এসব মূল আলোচনার বিষয়। ক্রাইস্টচার্চের উইকেট ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটের চেয়ে বিপদজ্জনক হতে পারে। নিউজিল্যান্ডের এসব উইকেট প্রথম দিন পেস আক্রমনের তীর্থ ভূমি হয়। যে দল টস জেতে সে বল হাতে নেয় প্রথমে। বাংলাদেশ টস হারলে ব্যাটসম্যানদের প্রথম সেশনটা টিকে থাকতে হবে। আর টস জিতলে পরীক্ষা দিতে হবে বোলারদের। কারন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা এরমাঝে বাংলাদেশের পেস আক্রমনের শক্তি বুঝে ফেলেছেন।
বাংলার ব্যাটসম্যানরা যে লড়বেন প্রতিষ্ঠিত এবং ফর্মে থাকা তিন ব্যাটসম্যান ক্যাপ্টেন মুশফিকুর রহিম, অন্যতম ওপেনার ইমরুল কায়েস, ওয়ানডাউনের মমিনুল হক তিনজনই যে এখন বাড়ি ফিরে যাবার প্রস্তুতি নিতে শুরু করেছেন। চোটের কারনে দল থেকে ছিটকে পড়া মুশফিক-ইমরুলের দেশে ফেরার জন্যে টিকেট কাটার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার জানা গেলো টিকেট লাগবে তিনটি। মমিনুলও যাবেন। কারন তার পাজরের ব্যথা বেড়েছে। টিকেট মিললে এই তিনজন দেশের উদ্দেশে রওয়ানা হবেন শনিবার। অর্থাৎ টেস্টের প্রথম দিনের শুক্রবারটায় ড্রেসিং রূমে বসে দেখবেন দলের ব্যাটিং অথবা বোলিং-ফিল্ডিং দেখবেন এই তিনজন। এদের অনুপস্থিতিতে বাংলাদেশের রান সংগ্রহ কিভাবে মোটাসোটা হবে? কেউ জানেনা।
রুবেল দলের সঙ্গে থাকতে দু’জন ডেব্যুটেন্ট, এক টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন আরেকজনকে নিয়ে পেস স্কোয়াড সাজানোর বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় চলছে। এটি যে কোচের সিদ্ধান্ত তা জানে দলের সদর-অন্দর। বুধবার মিডিয়া ব্রিফিং’এ প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের সঙ্গে এক দফা তরজা হয়। বেশ ক্ষোভ ঝরিয়ে কোচ বলেছিলেন রুবেলকে না নেবার কোন যুক্তি সাংবাদিকদের তিনি দেবেননা। কিছুটা তাচ্ছিল্যও ছিল তার উচ্চারনে! বুধ-বৃহস্পতিবার দু’দিনে কোচের কথাগুলো দেশি মিডিয়ায় ফলাও করে ছাপা-প্রচার হয়েছে। দলের একটা জয়ও না হওয়ায় দেশের মানুষ এমনিতে ক্ষেপে তেতে আছেন। এবং তা খোদ বিসিবির বস নাজমুল হাসান পাপনসহ। সে জন্য দলের এত লম্বা সফর স্বত্ত্বেও তিনি এখন পর্যন্ত নিউজিল্যান্ড আসেননি। এটি তার একটি রেকর্ড! একবার সিঙ্গাপুর পর্যন্ত এসে অসুস্থ হয়ে দেশে ফিরে গেছেন। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের রানের পাহাড় দেখে তার আবার আসার কথা হয়েছিল। কিন্তু ওয়েলিংটন টেস্টে হারের পর সেটিও ভেস্তে যায়। রুবেলকে মিডিয়ায় সঙ্গে উত্তেজিত কথাবার্তায় ঢাকা থেকে তিনি কী কোন উত্তেজনা পেয়েছেন চন্ডিকা?
বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে বেসিন রিজার্ভের মাঠে সাংবাদিক দেখে ডেকে তার ব্যাখ্যা দেবার চেষ্টায় তাই মনে হয়েছে। কোচ বলেছেন তার পেস বোলারদের কেউ কেউ প্রথম টেস্টে লম্বা সময় বল করে পরিশ্রান্ত। তাদের কারো জায়গায়তো রুবেলকে খেলানোও হতে পারে। কোচ যুক্ত করেন এটি যে কোন দলের পরিকল্পনারই অংশ। একজন খেলবে আরেকজন বিশ্রামে থাকবে। বিশ্রামের খেলোয়াড়কে নেয়া হবে পরবর্তি খেলায়। রুবেলকে যদি নেয়া হয় তাহলে ক্রাইস্টচার্চ টেস্ট থেকে বাদ পড়তে পারেন অথবা কোচের ভাষায় বিশ্রামে যেতে পারেন। বৃহস্পতিবার রাতে রুবেলের সঙ্গে দেখা হয়েছিল। তাকে খুব চুপচাপ বিষন্ন মনে হয়েছে। শুক্রবার সকালের দিকে ক্রাইস্টচার্চে বেশ শীত থাকবে বললে আবার বলেন, শীতে তার খুব কষ্ট হয়।
এখন পর্যন্ত নিউজিল্যান্ড সফরের কিছু মোটাদাগের ভুল নিয়ে সমালোচনা হচ্ছে। প্রথম ভুলটি হচ্ছে কোটি টাকা ব্যয়ে সিডনিতে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে কার পরামর্শে? সিডনির সঙ্গে নিউজিল্যান্ডের কন্ডিশনের মিল কোথায়? না সিদ্ধান্তটি হয়েছে কোচের ঘরসংসার সিডনিতে সে জন্যে? দল নির্বাচন নিয়ে ওয়ানডে, টি-টোয়েন্টি দল নির্বাচন নিয়ে কোচের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্বের খবর সবাই জানে। ওয়েলিংটন টেস্টে সাব্বির যখন রান পাচ্ছিলেন ওই অবস্থায় ডিক্লেয়ার করা হয়েছে কার সিদ্ধান্তে? বাংলাদেশ কী তখন ভেবে বসেছিল তারা ওই টেস্টে জিততে চলেছে? নিউজিল্যান্ডের পরিবেশে নিউজিল্যান্ডের ব্যাটিং-বোলিং শক্তির দলের বিরুদ্ধে প্রথম টার্গেট রাখা উচিত ছিলোতো ম্যাচটা অন্তত ড্র করা। এমন অনেক সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা আরও চলবে ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হবার পর।
হ্যাগলি ওভালের চীফ কিউরেটর রোপার্ড পল যে ধারনা দিয়েছেন তার উইকেটে প্রথম দিন পেস বোলারদের দাপট থাকবে। দ্বিতীয়-তৃতীয়দিন দাপট চলবে ব্যাটসম্যানদের। চতুর্থ-পঞ্চম দিন স্পিন বোলারদের সুযোগ আসতে পারে। তামিমদের এই টেস্টে তাই আগে টার্গেট থাকা উচিত টেস্টটা পাঁচদিন যাতে চলে। কিন্তু এই ভাঙ্গাচোরা দল নিয়ে কী লড়াই চালাবেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তামিম ইকবাল? তার দক্ষ-অভিজ্ঞ সৈনিক কোথায়? এসবের উত্তর পেতে শুক্রবার সকালের সেশনটা গুরুত্বপূর্ন। দেখা যাক।
Related Articles
খুবই সামান্য বিষয়
পকেটমারদের স্কীল কিন্তু অসাধারণ। এরা আপনার-আমার পকেটকে নিজের পকেট মনে করে এমনভাবে টাকাটা হাতিয়ে নেয়, আমরা বুঝতে বুঝতেই তারা পগার
Palestinians in Gaza: Are they in Catch 22 situation?
The Gaza Strip, one of the world’s most densely packed places and one of the world’s oldest and largest refugee
পরিবেশ ও আমরা
গত বছর বেড়াতে গিয়েছিলাম আমার প্রিয় বাংলাদেশে । উঠেছি আমার বাল্য আর কিশোর বয়স যেখনে কেটেছে সেই রাজাবাজারের বাসস্থানে ।