মুশফিক ফিরবেন কবে?

ফজলুল বারী, নেলসন থেকে: নেলসনের আকাশ মেঘলা হবে বৃহস্পতিবার। কিন্তু বাংলাদেশের দর্শকদের মনের আকাশ কী মেঘলা হয়ে গেছে বুধবারেই! দুঃসংবাদটি অনেকে জানতেন। কিন্তু তা অফিসিয়েলি ঘোষনা করা হয়েছে বুধবার। যে ম্যাচে বাংলাদেশ জিততে চায় সে দলের অন্যতম স্তম্ভ উইকেট রক্ষক প্লাস ব্যাটসম্যান মুশফিকুর রহমান বৃহস্পতিবার খেলবেননা। তার জায়গায় অভিষক হবে নূরুল হাসান সোহান। সিডনিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডারের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে সোহানই সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন।
ক্রাইস্টচার্চের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যান বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মুশফিকুর রহিম। সেই থেকে তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষনে রাখা হয়। মঙ্গলবার সেই ৪৮ ঘন্টা শেষ হয়েছে। কিন্তু তার ইনজুরি আক্রান্ত বা’পায়ের সমস্যা জানতে এখানকার স্ক্যানিং’এর এপোয়েন্টমেন্ট পাওয়া গেছে বৃহস্পতিবার সকাল ১১ টায়। বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন নেলসনের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে তখন তখন মুশফিক থাকবেন স্ক্যানিং’এর টেবিলে। মনটা নিশ্চয় তার অনেক অনেক খারাপ থাকবে। যেমন তার জন্য মন খারাপ বাংলাদেশের ক্রিকেটদলের কোটি কোটি সদস্যের।
আসলে মুশফিক ফিরতে পারবেন কবে? মুশফিক নেই এটা নিউজিল্যান্ড দলও ভালো জানে। বাংলাদেশ দলের মিডিয়া ব্রিফিং’এ টিম বাংলাদেশের কোচকে সে কারনে প্রথম প্রশ্নটি করেছেন এক কিউই সাংবাদিক। মুশফিকের অনুপুস্থিতি বাংলাদেশ দলের জন্যে বড় একটি আঘাত কীনা। কোচ জবাব দিয়েছেন অবশ্যই। কারন মুশফিক আমাদের দলের একজন অভিজ্ঞ এবং অনিবার্য খেলোয়াড়। কিন্তু এটিতো খেলার একটি অংশও। মুশফিকের জায়গায় আমরা যে সোহানকে বেছে নিয়েছি সেও একজন দক্ষ খেলোয়াড়। আশা করছি সে ভালো করবে। এখন মুশফিক আসলে কতদিনের জন্যে দলে নেই? অভিজ্ঞদের বক্তব্য মুশফিক নেলসনের দ্বিতীয় ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টিতেও খেলছেন না। নেপিয়ার টেস্টের আগে যদি মুশফিক ফিট হন সেটি হবে দলের ভাগ্য। নতুবা বাংলাদেশকে নতুন একজন টেস্ট ক্যাপ্টেন বেছে নিতে হবে।
ঘরোয়া ক্রিকেটে উইকেটকিপার প্লাস ব্যাটসম্যানের দায়িত্ব পালন করেন নূরুল হাসান সোহান। এখানে দলের সঙ্গে উড়িয়ে আনা হলেও ক্রাইস্টচার্চের একাদশে তাকে রাখা হয়নি। মুশফিক ইনজুরিতে পড়ার পরপর কোচ তাকে ডেকে কথা বলেন। খেলার জন্যে মানসিক প্রস্তুতি নিতে বলেন। ঢাকাতেও দলের নির্বাচকদের সঙ্গে কথা বলে কোচ জানিয়ে দেন মুশফিকের অবর্তমানে তার জায়গায় সোহানকে তার পছন্দ। কোচের সবুজ সংকেত পাবার পর ক্যাপ্টেন মাশরাফিকে ক্ষুদে বার্তা পাঠিয়ে সালাম জানান সোহান। এ দলের খেলোয়াড়দের অনেকের কাছে বাবা বা বড়ভাইর মতো এই ক্যাপ্টেন। এখন মুশফিকের জায়গায় সোহান কেমন করেন, ওয়ানডের ক্রিকেটে তার অভিষেকটা কেমন হয় তা জানতে বাকি আর এক রাত। বুধবার অনুশীলন শেষে সোহানের সঙ্গে কথা বলেছিলাম। বিনয়ের সঙ্গে বলেন, এখন না ভাই, যদি ভালো খেলি তাহলে হোটেলে আসবেন। তখন কথা বলবো।
Related Articles
Tigers Sporting Club: A Journey Through a Road Less Ordinary
Fittingly perhaps, it was bright red industrial strength tape and a forest green tennis ball that heralded the start of
মেলবোর্নের চিঠি – ১
বিশেষত প্রবাস জীবন বেঁছে নেয়ার পিছনে থাকে কিছু টুকরো গল্প। সুখ-দুঃখ গল্পগাঁথা ছাপিয়ে শুরুতে কেবল একটা আশা বা প্রত্যাশার ভেলায়
My Boss Told Me to Come
Mr. V. Toxo is a 39-year-old senior Executive official came to a private Psychiatrist. "My boss thinks I need help