বিদেশের মাটিতে জয় খরা কাটলোনা বাংলাদেশের

বিদেশের মাটিতে জয় খরা কাটলোনা বাংলাদেশের

ফজলুল বারী, নেলসন থেকে
বিদেশের মাটিতে জয় খরা কাটলোনা বাংলাদেশের। সুযোগ পেয়ে তুঙ্গে যেতে পারলোনা বৃহস্পতি। নেলসনের মাটিতে বৃহস্পতিবারের হারের মাধ্যমে বাংলাদেশ সিরিজ হারলো নিউজিল্যান্ডের কাছে। এখন শনিবার একই মাঠে তাদেরকে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই করতে হবে। বড় আশার দলটি কতো সহজ ম্যাচ যে কতো সহজে হারলো তাও আবার দেখলো বাংলাদেশ। যদিও এসব ক্রিকেট খেলারই অংশ।

অথচ গত বিশ্বকাপে নেলসনের এই সেক্সটন ওভালেই স্কটল্যান্ডের ৩১৮ রান তাড়া করে জিতেছিল টিম বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবার নিউজিল্যান্ডকে ২৫১ রানে বেঁধে ফেলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় পারলোনা টিম টাইগার্স। দলের জয়ে আশাবাদী হয়ে অল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশি নেলসনের মাঠে উৎসবের নানা প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। বাংলাদেশ সহ সারা দুনিয়ার কোটি কোটি ক্রিকেট পাগল ভক্তরাতো বটে, নেলসনের মাঠে সমবেত এই প্রবাসীরাও মন খারাপ করে আক্ষেপ করতে করতে মাঠ ছেড়েছেন। এদের কষ্টটা অনেক বেশি হবার কারন বড় আশা নিয়ে এরা অনেক দূর থেকে খেলা দেখতে নেলসন এসেছিলেন। কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউবা ক্রাইস্টচার্চ-অকল্যান্ড থেকে। উল্লেখ্য নেলসনে কোন বাংলাদেশি নেই।

কথা ছিল রান ২৮০-৩০০’র মধ্যে হলে জেতা সম্ভব নেলসনের মাঠে। সেখানে বাংলাদেশ নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে ২৫১ রানের মধ্যে। কিন্তু এরমধ্যেও শুরুর দিকে গতির রাজা কিউই বোলারদের দেখেশুনে খেলতে হয়েছে। সাউদিকে তুলে মারতে গিয়ে ল্যাথামের ক্যাচ হয়ে যখন ১৬ রানের মাথায় সাজঘরে ফিরে গেলেন তামিম ইকবাল তখন ইমরুল কায়েস এবং সাব্বির আরও দেখেশুনে খেলতে গিয়ে মন্থর হয় রানের চাকা। আস্কিং রানরেট সাড়ে ৫ পেরিয়ে যায়। কিন্তু এরপরও এই জুটিটিই আশা ছড়াচ্ছিল। কিন্তু সাব্বিরের রান আউটটায় বাংলাদেশ যে খেই হারালো, এরপর ৩১ রানের মধ্যে খুইয়ে বসে ৫ উইকেট। ব্যাটসম্যান সাকিব-মাহমুদুল্লাহ যাদের ওপর দায়িত্ব ছিল তারা কেউ দায়িত্ব পালন করতে পারলেন না। এরপর কী আর বাংলাদেশ জেতে?

খেলা শেষের মিডিয়া ব্রিফিং’এ মনভাঙ্গা ক্যাপ্টেন মাশরাফিও বলেছেন এমন সহজ একটি জয়ের সুযোগ কাজে লাগাতে পারলামনা। এখন পরের ম্যাচে জয়ের জন্যে ছেলেদের উদ্ধুদ্ধ করার কাজ শুরু করতে হবে। মাশরাফি যখন এই ব্রিফিং করছিলেন বাইরের অল্পস্বল্প প্রবাসী বাংলাদেশিদের কেউ আর মাঠে নেই। বিজয়ী কিউই দলের খেলোয়াররা মাঠের একপাশে হেঁটে অপেক্ষমান বাচ্চাদের অটোগ্রাফ দিচ্ছিলেন। এই কাজটি বৃহস্পতিবার নেলসনে মাশরাফিদেরই করার কথা ছিল।


Place your ads here!

Related Articles

‘প্রভাত ফেরী – কবিতা বিকেল বাংলা সংস্কৃতি উৎসব’ “বাংলা ফেস্ট সিডনী” অনুষ্ঠিত হবে ২রা নভেম্বর ২০১৯

প্রতিষ্ঠালগ্ন থেকেই কবিতা বিকেল প্রবাসে শুদ্ধ বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত বছর থেকে সিডনির

বছর ঘুরে বিদ্যার দেবী

সিডনিতে গত ২৯শে জানুয়ারি রোজ বুধবার স্কুলগুলো খুলে গেছে। স্কুল খুলে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে স্কুলের পোশাক আর নিত্য প্রয়োজনীয়

অস্ট্রেলিয়ার বুকে এক খন্ড বাংলাদেশ

ককিংটন গ্রিন গার্ডেন্স (www.cockingtongreengardens.com.au) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার অন্যতম পর্যটন আকর্ষণ। ১৯৭৯ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত বাগানটি এ পর্যন্ত একটি অস্ট্রেলিয়ান

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment