ধলেশ্বরী-২

ধলেশ্বরী-২

আমাদের ছোট নদী
চলে বাকে বাকে
বৈশাখ মাসে তার
হাটু জল থাকে…………
আমর ছেলেটা যখন এদেশটা আসলো তখন সবে হাটা শিখেছে। ওর মা প্রায়ই বলে ছেলেটা নাকি প্লেনের মঝেই হাটাটা রপ্ত করেছে। দেশ থেকে যখন ওদের প্লেন যাত্রা শুরু করে তখন নাকি ও ধরে ধরে সবে মাত্র চলতে পারে। ৮/১০ ঘন্টা প্লেনের মাঝে এ সিট আর ও সিটের হাতল ধরেই নাকি ওর হাটার সাচ্ছন্দতার শুরু। আগস্ট সেপ্টম্বরের শীতের সকালে ওকে স্টলারের মধ্য বসিয়ে যখন বেবি সিটারের বাসায় যেতাম, রাস্তায় আমরা বাপ ছেলে এই ছড়াটা বলতাম। আমি বলতাম – আমাদের ছোট নদী, ও বলতো – চলে বাকে বাকে , আমি বলতাম- বৈশাখ মাসে তার, ও বলতো – হাটু জল থাকে। এমনি করেই প্রতিদিন সকালে ঐ অল্প পথটুকু আমাদের শেষ হতো। সেই ছেলেটা দেখতে দেখতে যেনো বড় হযে গেলো। ও এখন স্কুলে যায়। এবার year 3 তে উঠলো। মাঝে মধ্য এটা সেটা award ও পায়। কোন কোন বিশেষ দিন ওর ক্লাস এ যেতে হয়। সেদিন ঘুম থেকে উঠেই বলছে – বাবা আজ আমার এসেম্বলি হবে, তুমি স্কুলে এসো। কাজ ছিলোনা, ভাবলাম যাই, দেখি কি হয়। বিশাল হল রুমটাতে স্কুলের সব বাচ্চারা লাইন ধরে এসে সারিবধ্য হয়ে দাড়ালো। Teacher ঘোষনা দিলেন – জাতীয় সংগীত হবে। সবাই দাড়ালো, তাকায় থাকলাম, দেখলাম- আমার ছেলেও দাড়ালো, বুকে হাত রখলো তারপর শুরু করলো………….
Australia all let us rejoice for we are young and free
With golden soil and wealth by toil our home is girt by see………..

আমার মাথা কেন যেন উচু থাকতে চায়না। চোখ চলে যায় মাটির দিকে। ও কি কোন দিন জানবে-
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- এই গান ওর বাবার অন্তরে, হৃদয়ে, চেতনায়, রক্তে কি আলোড়ন তুলতো? একেই কি বলে- একটা স্বপ্নের মৃতু্ ? নাকি একটা চেতনার পরিসমাপ্তি?
মাকসুদ আলম


Place your ads here!

Related Articles

Happy Birthday to Joan, the most loved mum

জোন মর্গানের জন্মদিন ৬ই আগষ্ট। এইবার তার ৯৪তম জন্মদিন পালন করা হবে। ইনি শুধু তার সন্তানদের কাছে নন, পরিচিত জনদের

আপনার প্রিয় সমাবেশ “বিগেস্ট মর্নিং টি গুড মর্নিং বাংলাদেশ”

আবার আসছে…… ব্লাকটাউন, লাকেম্বা এবং ম্যাসকটে বছর ঘুরে আবার আসলো নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলের ফান্ড রেইজিং প্রোগ্রাম বিগেস্ট মর্নিং

India-Israel close relationship may likely to be stronger

Israel’s relationship with India under the Modi government is likely to be stronger because of two reasons. First it is

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment