দিলরুবা খান – সেই বাউলের দেশে

দিলরুবা খান – সেই বাউলের দেশে

গত ৬ই আগষ্ট (শনিবার) ক্যাম্পসি’র অরিয়ন সেন্টারে রংধনু অস-বাংলা কালচারাল সোসাইটা এর আয়োজিত সাংস্কৃতিক প্রযোজনা “সেই বাউলের দেশে” অনুষ্ঠিত হয়ে গেলো। জনপ্রিয় কন্ঠ শিল্পী দিলরুবা খান ছিলেন অনুষ্ঠানটির মধ্যমনি।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংগীতানুষ্ঠানের শুভ সূচনার পর রংধনুর সাধারণ সম্পাদক এম এ ওহাব মিঞা তার স্বাগত বক্তব্যে দর্শকদের অনুষ্ঠান দেখতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আজাদ আবুল কালাম ও আয়েশা আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুর পর জনপ্রিয় দেশের গানের সাথে নৃত্য পরিবেশন করেন অপ্সরী, তারপর আরো দুটি জনপ্রিয় গানের সাথে দ্বৈত নৃত্য পরিবেশন করেন সাদিয়া ও আরিয়ানা। এর পর এম এ ওহাব মিঞা, আয়েশা আহমেদ, নাফিস আহমেদ ও শিরিন রম্য নাটিকায় অংশ নেন। তারপর পরই তুমুল করতালির মধ্যে মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ লোকগানের জনপ্রিয় শিল্পী দিলরুবা খান। শিল্পী রাত্রির খাবারের বিরতি পর্যন্ত একটানা গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন।

খাবার বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই একক গান পরিবেশন করেন রংধনুর সদস্য স্থানীয় কন্ঠ শিল্পী রুহুল আমিন। এর পর রংধনুর সভাপতি শামসুজ্জামান শামিম তার শুভেচ্ছা বক্তব্যে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান। তার বক্তব্যে তিনি রংধনুর উদ্দেশ্য এবং অর্জন সর্ম্পকে দর্শক ও অতিথিদের অবহিত করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রংধনুর প্রাক্তন সভাপতি এবং অনুষ্ঠানে অন্যতম প্রধান স্পন্সর ডেল্টা হোম অষ্ট্রেলিয়া এর পক্ষ থেকে আব্দুল মোতালেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানান। জনাব মোতালেব এর বক্তব্য শেষে শামসুজ্জামান শামীম মঞ্চে একে একে ডেকে নেন রংধনুর সকল সদস্যদের এবং অতিথিদের সাথে সকলকে পরিচয় করিয়ে দেন।

Rongdhanue Committe Members with singer

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফিরে দিলরুবা খান একটার পর একটা জনপ্রিয় লোকগীতি, লালনগীতি, আঞ্চলিক গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। শিল্পী দিলরুবা খান তার তার বিখ্যাত ‘পাগল মন মন রে’ গানটি করতে দর্শক সারিতে নেমে আসেন এবং এর সাথে সাথে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

লোক শিল্পী দিলরুবা খানের সাথে তার ছেলে সোহেল খান গিটার বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যান্টাবেরী সিটি কাউন্সিলের ডেপটি মেয়র জনাব কার্ল সালেহ। অনুষ্ঠানের সাধারণ দর্শক শ্রোতা ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, টিভি, অনলাইন পোর্টাল, পত্রিকার সম্পাদক ও সাংবাদিকগণ।

President of Rongdhanue Aus Bangla Cultural Spciety

অনুষ্ঠানে রংধনু সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শামসুজ্জামান শামীম, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, সহ সভাপতি আয়েশা আহমেদ, সাধারণ সম্পাদক এম এ ওহাব মিঞা, সাংগঠনিক সম্পাদক কাজী জাকারিয়া আরিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজাদ আবুল কালাম, প্রচার সম্পাদক রুহুল আমিন, কোষাধ্যক্ষ নাফিস আহমেদ, শাহীন আক্তার স্বর্ণা, আবুল কালাম আজাদ খোকন, লিংকন শফিকুল্লাহ, সাইফুল ইসলাম রনি, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে আসা দর্শক শ্রোতা অনেকদিন পর চমৎকার একটা অনুষ্ঠান উপভোগ করে দিলরুবা খানের গাওয়া জনপ্রিয় গানের কলি ভাজতে ভাজতে বাসায় ফেরেন।


Place your ads here!

Related Articles

‘করোনা’র সময়ের কাহন

কভিড-১৯ বা করোনা নামের ভাইরাসের দর্পিত পদচারণায় বিশ্ব কম্পিত এখন। ধনসম্পদে শক্তিশালী রাষ্ট্রগুলোও করোনাকে কাবু করতে অপারগ। রাজপুত্র-রাজকন্যা, রাষ্ট্রনায়ক কাউকেই

Post –poll violence on Hindu minorities: A Shame for the country

The inhuman violent attack on the minority Hindu community after the 10th parliamentary elections is a shame for the country

টার্গেট প্রথম সেশনটা ভালো করা

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের টার্গেট প্রথম বল বা ব্যাট যাই পাওয়া যাক না শুরুতে প্রথম সেশনটা ভালো

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment