তৃতীয় সাফল্য

তৃতীয় সাফল্য

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে: মুস্তাফিজ, তাসকিনের পর সাফল্য পেলেন সাকিব। তার এলবিডব্লিউর শিকার হন ব্রুম। ২২ রান করেছিলেন এই কিউই ব্যাটসম্যান। বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ সাকিবের আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুস্তাফিজের পর দ্বিতীয় সাফল্য এলো তাসকিনের হাত ধরে। ক্রমশ বিপদজ্জনক হয়ে ওঠা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে তাসকিন ফেরালেন ৩১ রানে। তিনি বল খেলেছেন ৩৬টি। এরমাঝে চারের মার ছিল ৫ টি। উইকেটের পিছনে মুশফিকের হাতে ধরা পড়ার আগে অবশ্য একটি মেইল ফলক স্পর্শ করেন উইলিয়ামসন। গর্ডন গ্রিনিজের সমান ৯৬ ইনিংসে ৪ হাজার রানের মাইল ফলকে পৌঁছে যান কিউই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন গ্রিনিজ। তাসকিন অবশ্য দিনের প্রথম সাফল্য পর্যন্ত ছিলেন বেশ ব্যয়বহুল। পাঁচ ওভারে দিয়েছেন ৩০ রান।

উল্লেখ্য এর আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম সাফল্যও আসে কাটার মাস্টার মুস্তাফিজের হাত ধরে। নিজের ওভারে তার শিকার হন কিউই দলের ওপেনার গুপ্তিল। সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফেরার আগে ১৯ বলে ১৫ রান করেন এই নিউজিল্যান্ডার্স। তার ১৫ রানে একটি ছক্কা ও একটি চারের মার ছিল। এর আগে টসে হেরে অতিথি দলকে ফিল্ডিং’এ পাঠান কিউই দলের অধিনায়ক। এরমাধ্যমে শুরু হলো বাংলাদেশ দলের বহুল আলোচিত নিউজিল্যান্ড সফর। ইনজুরি কাটিয়ে এই সফরের মাধ্যমেই জাতীয় দলে ফিরেছেন মুস্তাফিজ। রোববার পর্যন্ত কোচ-ক্যাপ্টেন কেউ নিশ্চিত করে বলতে পারেননি মুস্তাফিজ খেলবেন। সিদ্ধান্ত নেবার দায়িত্ব তার কাধেই ছেড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন। মুস্তাফিজ সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন আর প্রথম সুযোগেই প্রমান করেছেন তার ফেরার গুরুত্ব। মুস্তাফিজ দলে ফেরায় বোলিং স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল। প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এরমাঝে হাজির হয়েছেন হাজার পনের দর্শক। এ লেখা পর্যন্ত এদের বেশিরভাগ নিউজিল্যান্ডার্স। প্রবাসী বাংলাদেশিরা আসছেন ধীরে সুস্থে। মাঠের বাইরে দর্শকদের লম্বা লাইন। নিরাপত্তা তল্লাশী সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মাঠে হচ্ছে দর্শকদের। উল্লেখ্য ভূমিকম্পের জন্য বিশেষ আলোচিত নিউজিল্যান্ডের দক্ষিনের এই দ্বীপ শহরটিতে বাংলাদেশি বাসিন্দার সংখ্যা তিনশোর ঘর পেরুতে পারে। যাদের অনেকে ক্রিসমাসের ছুটিতে দেশে চলে গেছেন।


Place your ads here!

Related Articles

বাংলাদেশ ক্রিকেট নিয়ে প্রাসঙ্গিক ভাবনা – অমিত আহমেদ

কালেভদ্রে ইন্টারনেটে ক্রিকেট ফোরামগুলোতে ঢুঁ মেরে দেখি। এম্নিতেই। কে কি বললো, নতুন কি ঘটলো, কে সেঞ্চুরি মারলো – এসব মাঝে

Why AL may not sit for a dialogue soon?

Prime Minister Shekh Hasina repeatedly stated that there should not be a constitutional vacuum in the country for the sake

Is Bangladesh foreign policy becoming Indo-Russia centric?

On 27 March, Bangladesh abstained from voting at the UN General Assembly resolution on Russia’s annexation of Crimea. While 100

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment