চেন্নাস্বামী স্টেডিয়ামে দু’বার আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর!

চেন্নাস্বামী স্টেডিয়ামে দু’বার আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর!

ব্যাঙ্গালুরু (কর্নাটক) ভারত থেকে: ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের মাঠে বুধবার পরপর দু’বার আসবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর! আজকাল ক্রিকেটের মাঠেও এভাবে আসতে হয় কবিগুরুকে! ঢাকার মিরপুর স্টেডিয়ামে আসেন! বাংলাদেশ-ভারত ক্রিকেট টিম যেখানেই খেলতে যায়, সেখানেই যান!

কিন্তু একইদিনে পরপর দু’বার আসার ঘটনা তার এমন কালেভদ্রে ঘটে! গত বছর মেলবোর্নের বিশ্বখ্যাত ক্রিকেট গ্রাউন্ড এমসিজিতে এমন দু’বার এসেছিলেন রবীন্দ্রনাথ! এবার আবার প্রথমবারের মতো চেন্নাস্বামীতে আসবেন পরপর দু’বার!

প্রিয় পাঠক, ক্রিকেটে সঙ্গে রবীন্দ্রনাথের এমন মাঠে যাবার কথাবার্তায় কী কোনো ঘোর বোধ করছেন? কিন্তু এটিই সত্য। বুধবার সত্যি সত্যি রবীন্দ্রনাথ আসবেন পরপর দু’বার! এটি তার লেখায়-কীর্তিতে।

বুধবার খেলা শুরুর আগে চেন্নাস্বামীর মাঠে পরপর যে দুটি জাতীয় সঙ্গীত বাজানো হবে, এর দুটিই রবীন্দ্রনাথের লেখা। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’, আর ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণ মন অধিনায়ক’ দুটিই রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত। পৃথিবীর আর কোথাও এর দ্বিতীয় নজির নেই। এই দুটি দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথ আসবেন মাঠে দু’বার এটিইতো স্বাভাবিক, তাই নয় কী প্রিয় পাঠক?

বুধবারের ম্যাচকে কেন্দ্র করে এখন এক রকম টগবগ উত্তেজনায় ফুটছে গোটা ব্যাঙ্গালুরু শহর! ভারতের জন্যে ম্যাচটিই তেমন গুরুত্বপূর্ণ নয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে তুমুল আত্মবিশ্বাসী এখন টিম ইন্ডিয়া।

গত রোববার কলকাতা থেকে এক বিমানে ব্যাঙ্গালুরু আসার পথে দেখা ধোনি বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ অন্তত তাই জানান দিয়েছে। অপরদিকে সুপারটেনের প্রথম ম্যাচে কলকাতার ইডেনে পাকিস্তানের কাছে হার, তাসকিন-আরাফাত সানির নিষিদ্ধ হওয়া, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তামিমকে ছাড়া খেলতে নেমে হার, এসব কারণে অনেকটা লণ্ডভণ্ড-বিধবস্ত টিম বাংলাদেশ! এরমাঝে টুর্নামেন্টেও তারা অনেকটা ব্যাকফুটে।

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধের খেলাতেও টিম বাংলাদেশ দেখিয়েছে তারা কেমন লড়াই করতে জানে। ভারতের বিরুদ্ধেও তেমন একটা লড়াইর চেষ্টা হবে ধারণা করা হচ্ছে।

বুধবারের খেলায় ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ হলেও খেলার টিকেট নিয়ে তুমুল আক্রার সৃষ্টি হয়েছে ব্যাঙ্গালুরুতে! কারণ এদের সবাই নিজেদের দলের খেলা দেখতে চায়। এখানে আবার টিকেট কালোবাজারির ভালো ব্যবসা আছে।

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধের টাইগারদের ম্যাচে কাউন্টারে টিকেট পাওয়া যায়নি। কালোবাজারির কাছ থেকে সাধারণ একটি টিকেট কিনতে হয়েছে পাঁচশ টাকায়। আর বুধবারের খেলা দেখার জন্যে কাউন্টার থেকে সাধারণ একটি টিকেট কিনতে হয়েছে তিন হাজার টাকায়!

এই টিকেটেই মাঠে ঢুকে দু’বার দেখবো, শুনবো রবীন্দ্রনাথের আগমন। আবার গাইবো আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এরপর শুনবো রবীন্দ্রনাথের লেখা ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণ মন অধিনায়ক’। সঙ্গে আশা থাকবে বাংলাদেশ স্মরণীয় একটা খেলা খেলবে চেন্নাস্বামীতে।


Place your ads here!

Related Articles

প্রবাস জীবনঃ ক্যানবেরায় বাঙালী সংস্কৃতিকে সচল রাখতে দরকার নতুন প্রজন্মের অংশগ্রন

গত ৩০ এপ্রিল ‘প্রিয় অষ্ট্রেলিয়া’ আমার একটি লেখা ছাপে। ‘প্রবাস জীবনঃ সংস্কৃতির চর্চা ও বন্ধুত্বের সম্পর্ক’ শিরোনামের সেই লেখাটিতে পাঠকদের

মেলবোর্নে বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বসবাসরত বাংলাদেশীদের উদ্যোগে গতকাল (২৬শে মার্চ, ২০১৮) বাংলাদেশের ৪৮তম  স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। অন্যান্য বছরের মত

S.M. Krishna’s visit to Dhaka: Injection of robust optimism on bilateral ties

The three-day visit of S. M. Krishna from 6th July is considered to be productive and has ushered in high

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment