মেঘে ঢাকা সূর্য

আজ সকালে বউ কে কাজে নামিয়ে দিয়ে ফেরার পথে সূর্য টাকে দেখে একটু অন্যরকম লাগলো।সাধারনত এখনকার আবহাওয়া যেরকম তাতে একটু ভিন্নই দেখাচ্ছিল। মেঘে ঢাকা সূর্য। আমার আজকের লেখাটির পেছনে এই সূর্যের কোনো ভুমিকা নেই তবে নামকরণের ক্ষেত্রে কাজে লেগেছে বলা যায়।
আজ ৮ই মার্চ খুবই সাধারণ একটা দিন। গতকাল ছিল ৭ই মার্চ। আরেকটি সাধারণ একটি দিন , তাই কি ? নাহ তা কিভাবে ? এ যে ছিল এক ঐতিহাসিক দিন। আমাদের জাতির জীবনের অতি গুরুত্বপূর্ন দিন এটি। বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণ। আওয়ামীলীগ আসলে প্রায়ই রাস্তাঘাটে শোনা যায় তো , তাই আংশিক মুখস্থ। একবার ভাবলাম কভার ফটো তে উনার একটা ছবি লাগাই। বিখ্যাত ব্লগার আরিফ আর হোসেন এর কভার ফটো দেখে তো লোভ সামলানো কঠিন হয়ে গেল। তারপরও পারলামনা। কোন একটা বিশেষ কারণে ফেসবুকে রাজনৈতিক পোস্ট থেকে বিরত আছি। বঙ্গবন্ধুর ছবিটি দিতে গিয়ে মনে হলো যে, উনার ছবিটি দিলেও তা বেশিরভাগ মানুষের কাছেই রাজনৈতিক বলে পরিচিতি পাবে। খুব কষ্ট লাগলো ওই মানুষটার জন্য।মাঝে মাঝে মনে হয় উনাকে যদি ধাক্কা দিয়ে কবরে ফেলে দেয় উনার বিরোধীরা তবে উনার প্রানপ্রিয় দল আওয়ামীলীগ উনার কবরে মাটিচাপা দিচ্ছে। বেশ কিছুদিন আগের কথা। বিখ্যাত চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম বানালেন চলচিত্র , নাম “দেবদাস” সবাই এই চলচিত্রের চরিত্রগুলির সাথে পরিচিত ধরে নিয়েই বলছি চুনিলাল এর কথা মনে আছে নিশ্চয়ই। ওই যে দেবদাসের মদ্যপানের সঙ্গী আর কি। তো চাষী নজরুল এর সিনেমায় সেই চরিত্রে রূপদান করলেন শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তো সেন্সর বোর্ড সেই ছবিকে আটকে দিল। কারণ কি জানেন চুনিলাল এর চরিত্র নাকি মুজিব কোর্ট পরে ছিল যা দ্বারা উনাকে অবমাননা করা হয়েছে। কি আমার তেল মারার ছিরি !!!!!
খুব জানতে ইচ্ছে হয় , কিছুদিন আগে আমাদের সমাজকল্যাণ মন্ত্রী যে ধুমপান করলেন বাচ্চা শিশুদের সামনে মুজিব কোট পরিহিত অবস্থায়, আমাদের গণতন্ত্রের মানসকন্যা কি তাকে তলব করে বলেছেন যে উনি কেন মুজিব কোট পরে এই কাজ করতে গেলেন। জানি তিনি ক্ষমা চেয়েছেন তাতে কি উনি যে মুজিব কোট পরে এই কাজ করলেন তা কি ক্ষমার যোগ্য ?
আওয়ামীলীগ আসলেই শুরু হয় অফিসে অফিসে বঙ্গবন্ধুর ছবি লাগানোর মিছিল , ৭ই মার্চ এর ভাষণ , ১৫ই আগস্ট শোক দিবস পালন। কিন্তু আওয়ামীলীগ আসলেই শুধু কেন ? ভারত কি গান্ধীর ছবি একটা বিশেষ সময়েই লাগায় , নাকি পাকিস্তান লাগায় জিন্নাহর ছবি ? কই ওদের দেশে তো ওই লোকগুলোকে নিয়ে এত সমস্যা নেই।
হ্যা আমি আমার গুরুজনদের মত অতটা না জানলেও কিছুটা জানি যে কিভাবে ১৯৭৫ এর পর বাংলাদেশের ইতিহাস থেকে মোছার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুর নাম। উনার হত্যার বিচার বন্ধের চেষ্টা হয়েছে, উনাকে ভুলানোর চেষ্টা হয়েছে নানাভাবে। কিন্তু ৯৬ এর পর থেকে আওয়ামীলীগ এসে হয়ত উনার হত্যার বিচার করতে পেরেছে কিন্তু পারেনি ফিরিয়ে দিতে উনার হারানো সম্মান। উনাকে ছিনিয়ে নিয়েছে একটি জাতির কাছ থেকে ফিরিয়ে দিয়েছে একটি দলের কাছে। তাই হয়ত বঙ্গবন্ধুর ছবি ফেসবুকে দিতে দ্বিতীয় বার ভাবতে হয় আওয়ামীলীগ এর ট্যাগ খাবোনা তো ? বুকটা ফেটে যায় কষ্টে লজ্জায় যখন দেখি এই স্বাধীন বাংলার একজন স্বাধীন নাগরিক ভালবাসে গোলাম আজম , নিজামী সাইদী এর মত রাজাকারদের বঙ্গবন্ধুর চেয়ে বেশি। মাঝে মাঝে মনে হয় উনার সাথে দেখা হলে বলতাম কি লাভ হলো হে মহান এই দেশের জন্য এত কষ্ট করে ?
মাঝে মাঝে মনে হয় উনি যদি দেশ স্বাধীনের পর এই রাজাকার গুলোকে মেরে ফেলতেন তাহলে ভালই হত কিন্তু তখন এই আমি হয়ত উনাকে গালি দিতাম সাদ্দাম কিংবা গাদ্দাফির মত স্বৈরাচার বলে। যাই হোক একটি ঘটনার কথা না বললেই নয়। গিয়েছিলাম মেলবোর্ন ঘুরতে। ঢুকলাম এক ছোট্ট শপিং মলে। তো চেকআউট এ দাড়িয়ে সামনের লোকের শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো হঠাত সেই লোক(Aussie ) আমাকে দেখে হিন্দিতে বলে উঠলো ক্যায়সে হো ? আমি খুবই বিরক্তির সাথে বললাম , সরি। তো লোকটা বুঝতে পেরে জানতে চাইল আমার দেশের নাম। আমি বলার পর হঠাত তার মুখটা উজ্জল হয়ে উঠলো। চকিত হয়ে বলল ,”Oh i know Mujib. He was a man. He was a man.””আমি শুনে মনে মনে হাসলাম। মনে মনেই বললাম ,”I think i know, but I am not too sure if all my countrymen knows him.” শেষ করি আজকে ২ টি উক্তি দিয়ে —–
“আজ থেকে অনেকদিন পরে হয়তো কোনো পিতা তাঁর শিশুপুত্রকে বলবেন জানো, খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দূর্বলতা। কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস। আর জ্যোৎস্নারাতে রূপালী কিরণধারায় মায়ের স্নেহের মত যে বস্তু আমাদের অন্তরে শান্তি ও নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হলো তাঁর ভালবাসা। জানো খোকা তাঁর নাম? শেখ মুজিবুর রহমান।”- আহমদ ছফা
“I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and in courage, this man is the Himalayas”. – ফিদেল ক্যাস্ত্র।
[লেখাটা ছদ্মনামে পাঠানোর বড় একটা কারণ বাংলাদেশীদের অনলাইন দুনিয়ায় বিনামূল্যে ঘুরতে থাকা দুটি ট্যাগ। ছাগু (রাজাকার ) / ভাদা (ভারতীয় দালাল)তবে গঠনমূলক সমালোচনায় খুব খুশি হব। ধন্যবাদ।]