বিশালাকার গহ্বর

বিশালাকার গহ্বর

বিশালাকার গহ্বর৷ একটি নয়, তিনটি৷ নিকষ কালো অন্ধকারে ঢাকা৷ যার তল পাওয়া দুঃসাধ্য৷ আচমকা সৃষ্টি হওয়া এমন অতিকায় গহ3রগুলি নিয়ে তৈরি হয়েছে রহস্য৷ যার সমাধান এখনও করে উঠতে পারেননি পৃথিবীর তাবড় বিজ্ঞানীরা৷ রাশিয়ার এক কোনে , রেন ডিয়ার হার্ডারসে্ বিশাল গহ্বর প্রথম চোখে পড়ে স্হানীয় মানুষের৷ সেখান থেকেই শুরু হয় জল্পনা৷ গহ3রের সৃষ্টির পিছনে এলিয়েনের হাতও দেখছেন অনেকে৷ এলিয়েনের মহাকাশযানেও না কি অমন একখানা গর্ত হয়েছে৷

নানা মুনির অবশ্য নানা মত৷ কারও মতে বিশালকার উল্কাপিণ্ড ছিটকে এসে অত…িকায় গর্ত তৈরি করেছে৷ কারও মত, মিশাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে এই গর্তের সৃষ্টি ৷ কেউ আবার বলছেন ভূ-গহ3রের মধ্যে থাকা হিমায়িত বরফ বিশ্ব উষ্ণায়ণে গলতে শুরু করেছে৷ চাপের তরতম্যে মিথেন গ্যাস নির্গত হয়ে কোনও কারণে বিস্ফোরণ ঘটিয়ে এই গহ3রে৷ কারও আবার মন্তব্য, এসব কিছুই না৷ পৃথিবীকে চমক দিতে এসব মানুষেরই কারসাজি৷

কিন্ত্ত তারই বা প্রমাণ কোথায়? তা ছাড়া শুধু একটি তো নয়, অতিকায় আরও দু’টি গহ3রের সন্ধান মিলেছে রাশিয়াতে৷ যে জায়গাকে পৃথিবীর শেষ প্রান্ত বলা হয় সেই ইয়ামাল পেনিনসুলাতে৷

ওই এলাকার বিধানসভার এখ প্রতিনিধি ‘দ্য সাইবেরিয়ান টাইমস’-কে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, ‘১৯ জ জুলাই, শনিবার হেলিক্পটরে করে এই গহ্বরের কাছেআমরা গিয়েছিলাম৷ এর ব্যাস ১৫ মিটার৷

স্থানীয় সূত্র বলছে, ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর গর্তটি তৈরি হয়৷ সেক্ষেত্রেও অবশ্য প্রত্যক্ষদর্শীদের বয়ান একরকম নয়৷ একদল লোক জানাচেছন, হঠাত্‍ করে ওইদিন গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়৷ প্রচণ্ড শব্দ হয়৷ আলোর ঝলকানি দেখতে পান তাঁরা৷ তারপরই দেখা যায় বিশালাকার গহ3র৷ অন্য দল, জানাচেছন, আকাশ থেকে কিছু একটা মাটিতে পড়তে দেখেন তাঁরা৷

শুধু সৃষ্টি রহস্য নয়, গহ3রগুলির তল কোথায় সেটাও বিজ্ঞানীদের কাছে নতুন চিন্তাভাবনার বিষয়৷ আর্থ ক্রিয়োস্ফিয়ারের প্রধান বিজ্ঞানী একটি ওয়ব সাইটে জানান, “ইয়ামাল পেনিনসুলাতে দ্বিতীয় গহ3রের কথা শুনেছি৷ ছবি দেখেছি৷ এগুলো নিয়ে এখনও যথেষ্ট গবেষণার জায়গা রয়েছে৷ প্রতিটি গহ3রেই নতুন রহস্য রয়েছে৷ যা এখনও অজানা৷ আরওগবেষণার পর এর সৃষ্টি সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব৷’ এমন রহস্য গহ3রের তৃতীয়টি পাওয়া গিয়েছে তাইমার পেনিনসুলাতে৷ এই গহ3রটি শঙ্কু আকৃতির৷ গভীরতা প্রায় ১০০ মিটার৷


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment