বাংলাদেশ ক্রিকেট টিম কে স্বাগত জানাতে আপনি আসছেন তো???
১৯৯৭ সালের আই সি সি ট্রফি জেতার পর থেকে বাংলাদেশের সাথে ক্রিকেট এর যে সম্পর্ক তৈরি হয়েছিল সময়ের পরিক্রমায় তা ওয়ান ডে স্ট্যাটাস, টেস্ট স্ট্যাটাস পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। আর সেই ধারাবাহিকতায় ২০১৫ সালে বাংলাদেশ ক্রিকেট টিম আসছে অস্ট্রেলিয়া তে বিশ্বকাপ খেলতে। প্রিয় অস্ট্রেলিয়া গর্বিত এবং প্রচণ্ড উজ্জীবিত টাইগারদের স্বাগত জানাতে।
আমদের বিশ্বাস আমদের পাঠকদের অধিকাংশ ই ক্যানবেরা, মেলবোর্ন, ব্রিজবেন এবং Adelaide এ অনুষ্ঠিত খেলা গুলোতে উপস্থিত থেকে আমাদের জাতীয় বীরদের স্বাগত জানাবেন। আনন্দের সাথে আমরা জানাতে চাই ক্যানবেরা, সিডনি এবং অন্য শহর থেকে প্রচুর দর্শক আমাদের সাথে যোগ দিচছেন এক সাথে এক গ্যালারী থেকে টাইগারদের জন্য চিৎকার করতে।
আপনার হয়তো জানেন আই সি সি থেকে বাংলাদেশ টিমকে সাপোর্ট করা দর্শক দের জন্য আলাদা স্ট্যান্ড বরাদ্দ করেছে যাতে করে আপানার টিম কে এক সাথে থেকে উৎসাহ দিতে পারেন। কিন্তু আমাদের বিশ্বাস আরও প্রচুর দর্শক থাকবেন যাদের ওই স্ট্যান্ডে জায়গা দেয়া সম্ভব হবে না। তাই আমরা চাই আসে পাশের সব গুলো গ্যালারীতে যেন আমরা সব বাংলাদেশীরা টিকেট কাটি। যাতে করে স্টেডিয়াম এর ওই অংশ টুকো এক টুকরা বাংলাদেশে পরিনত হয়।
বাংলাদেশ vs আফগানিস্তান ম্যাচ যা অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারী ২০১৫ ক্যানবেরা র মানুকা ওভালে।।
আমাদের আহবান দয়া করে নীচের ভেনু ম্যাপটি দেখুন যে অংশ highlight করা আছে এবং বাংলাদেশ সাপোর্টের জোন এর কাছাকাছি চেষ্টা করুন সেখানে টিকেট কাটতে যাতে করে একটি ছোট বাংলাদেশ তৈরি করতে পারি আমাদের টাইগারদের জন্য দেশ থেকে অনেক দুরের মানুকা ওভাল এ।
আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে দয়া করে যোগাযোগ করুন প্রিয় অস্ট্রেলিয়া র সাথে। আমরা আমাদের সাধ্য মত চেষ্টা করব সহযোগিতা করতে। অন্য স্টেট থেকে যারা খেলা দেখতে আসতে চান যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
জেগে উঠ বাংলা মায়ের দামাল ছেলেরা!! শাবাশ বাংলাদেশ!!!