ঢাকার ৪০০ বছর পূর্তি, কিছু দূর্লভ ছবি। ওয়াসিম খান পলাশ প্যারিস থেকে

ঢাকার ৪০০ বছর পূর্তি, কিছু দূর্লভ ছবি। ওয়াসিম খান পলাশ প্যারিস থেকে

এ বছরই রাজধানী ঢাকা’র ৪০০ বৎসর পূর্ন হলো। ঢাকা‘র বয়স ৪০০ বছর হলে ও এর আদি নাম কিন্তু ঢাকা ছিল না। আদি নাম ছিল জাহাঙ্গীর নগর। চারশ বছরের পরিক্রমায়, কালের বিবর্তনে রাজধানী ঢাকা আজ অনেক পরিনত। বিশ্বের ঘনবসতি পূর্ন একটি শহর। রাস্তা থেকে অনেক আগেই বিলুপ্ত হয়েছে ঘোড়ার গাড়ি। হারিয়ে গেছে অনেক সংকৃতিও ঐতিহ্য। বহিরাগতদের চাপে আদিবাসিরা একেবারেই কোনঠাসা। প্রতিদিনই ঢাকার পরিধি বাড়ছে উত্তর, দক্ষিন, পূর্ব, পশ্চিমে। আজ ঢাকার কিছু দুর্লভ ছবি নিয়ে সেই দিন গুলোতে ফিরে যাওয়া যাক। অচিরেই ঢাকার ইতিহাস নিয়ে একটি ফিচার নিয়ে পাঠকদের সাম নে হাজির হবো।

ছবিগুলো British Library এর সৌজন্যে সংগৃহিত।

Old_Dhaka_1_685225087.jpg

Old_Dhaka_2_306902945.jpg

Old_Dhaka_3_204831371.jpg

Old_Dhaka_4_319609531.jpg

Old_Dhaka_5_830675368.jpg

Old_Dhaka_6_266887186.jpg

Old_Dhaka_7_813151056.jpg

Old_Dhaka_8_203239424.jpg

Old_Dhaka_9_213578681.jpg

Old_Dhaka_10_450187975.jpg


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment