by Washim Khan Polash | November 4, 2008 4:17 pm
এ বছরই রাজধানী ঢাকা’র ৪০০ বৎসর পূর্ন হলো। ঢাকা‘র বয়স ৪০০ বছর হলে ও এর আদি নাম কিন্তু ঢাকা ছিল না। আদি নাম ছিল জাহাঙ্গীর নগর। চারশ বছরের পরিক্রমায়, কালের বিবর্তনে রাজধানী ঢাকা আজ অনেক পরিনত। বিশ্বের ঘনবসতি পূর্ন একটি শহর। রাস্তা থেকে অনেক আগেই বিলুপ্ত হয়েছে ঘোড়ার গাড়ি। হারিয়ে গেছে অনেক সংকৃতিও ঐতিহ্য। বহিরাগতদের চাপে আদিবাসিরা একেবারেই কোনঠাসা। প্রতিদিনই ঢাকার পরিধি বাড়ছে উত্তর, দক্ষিন, পূর্ব, পশ্চিমে। আজ ঢাকার কিছু দুর্লভ ছবি নিয়ে সেই দিন গুলোতে ফিরে যাওয়া যাক। অচিরেই ঢাকার ইতিহাস নিয়ে একটি ফিচার নিয়ে পাঠকদের সাম নে হাজির হবো।
ছবিগুলো British Library এর সৌজন্যে সংগৃহিত।
Source URL: https://priyoaustralia.com.au/articles/2008/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81/
Copyright ©2024 PriyoAustralia.com.au unless otherwise noted.