ক্রিকেট অধিনায়ক ছিল এক জঙ্গি

ক্রিকেট অধিনায়ক ছিল এক জঙ্গি

ক্রিকেটের বাইশ গজে থাবা বসাল আইএস৷ তবে মাঠে জঙ্গি হামলা নয়৷ ক্রিকেট দলেই লুকিয়ে ছিল এক জঙ্গি! এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইতালি পুলিশের৷ অভিযুক্ত ক্রিকেটার আফতাব ফারুককে শুধু দল থেকেই নয়, ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে৷ তাকে ইসলামাবাদের বিমানে তুলে দেওয়া হয়৷ ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আসলে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সমর্থক৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মিলানের মদের দোকান, দক্ষিণ ইতালির বারগামো বিমানবন্দরের মতো জনবহুল এলাকায় হামলার ছক কষছিল আফতাব৷ আইএস-এর নাম করে ইতালিতে সন্ত্রাসের আতঙ্ক ছড়ানোই ছিল মূল লক্ষ্য তার৷ মঙ্গলবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানান, পাক বংশোদ্ভূত ২৬ বছরের আফতাব আইএস-এর কার্যকলাপকে সমর্থন করে৷ এমনকী সিরিয়ায় গিয়ে জঙ্গিদের দলে যোগ দেওয়ার পরিকল্পনাও করছিল সে৷

১৩ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে মিলানের কাছে ভ্যাপরিও ডি’অ্যাডায় থাকত আফতাব৷ বুধবার এমন খবর অবাক করেছে স্থানীয়দের৷ প্রতিবেশীরা ভাবতেও পারছেন না, যেখানে গত ১৩ বছর ধরে বাস করছে, সেই এলাকারই ক্ষতি করতে চায় সে! একইরকম বিস্মিত কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবও৷ ক্লাবের প্রেসিডেন্ট ফ্যাবিও মারাবিনি বলছেন, “খবরটা শুনে মাথায় যেন বাজ পড়ল৷ এখনও বিশ্বাস করতে পারছি না৷ ইসলামাবাদের বিমানে ওঠার আগেও আমার সঙ্গে কথা হয়েছে ওর৷ অবসর সময়ে প্রতিবন্ধীদের নিয়ে যেতে বাস চালাত আফতাব৷ কখনও কারও ক্ষতি করেনি৷ এমনকী বিশ্বাসযোগ্যতার জন্যই ওকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল৷”

যদিও আফতাবকে ইতালি থেকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তার পরিবার৷ ইউরোপের মানবাধিকার আদালতে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করবে তার পরিবার বলে খবর৷


Place your ads here!

Related Articles

Prahelika 1 2: Contemporary Bangla music at its Best

Obaidur Rahman is a Dhaka based Bangladeshi singer/musician/songwriter and very recently this young artist has came out with his self-produced

মেলবোর্নে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অষ্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ সরকারের সাফল্য তুলে ধরে বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গত শনিবার (২৩ শে জুন, ২০১৮) বাংলাদেশ

মাদারস ডে

অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারে ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে মাদারস ডে পালিত হয়ে থাকে।

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment