Toggle Menu

জালাল আসছে ক্যানবেরায়

জালাল আসছে ক্যানবেরায়

জালালের গল্প বাংলাদেশের ছবি ৷ এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনয়ন পেয়েছে এটি ৷ তার মানে অস্কারে ছবিটি দেখানোর জন্য শর্ট লিস্টেড হতে পারে ৷ বাংলাদেশের কোনো ছবির জন্য আমার জানা মতে ভাগ্যের এ ফিতাটি এখনো ছিঁডেনি ৷ দেখা যাক জালাল পারে কিনা।

মুক্তির পর থেকে এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে ছবিটি চলছে। গত রোববার সিডনিতে এর শুভমুক্তি হলো ৷ হল ভর্তি উপচে ভরা মানুষের ভীর, আমাদের ট্রিও ফিল্মস এই আয়োজনের অংশ, সাথে রয়েছে রুব্স এন্টারটেইনমেন্ট এবং সিনেফেক্ট প্রোডাকসন্স ৷

সিনেমা শুরু হওয়ার বেশ কিছু সময় পর হলে গিয়ে দেখি পিনপতন নীরবতা ৷ এতগুলো মানুষ একসঙ্গে ছবিটা দেখছে, ভাবাই যায়না ৷ দর্শকেরা কখনো হেসেছে কখনো কেঁদেছে ৷ আমার কাছে জালালকে মনে হয়েছে তারাশঙ্করের কবি যেন ৷ সে একজন পতিত নারীকে কেবল ভালোবেসেছে কিন্তু কখনো ছুয়ে দেখেনি ৷

এখানে আমি এ ছবির কোনো আলোচনা বা কাহিনী বলতে আসিনি ৷ শুধু বলতে চাই, জালাল আপনাদের প্রিয় শহর ক্যানবেরা আসছে, আপনারা দেখুন, ভালো লাগবে ৷

এবারের বিশ্বকাপে এই মানুকাতেই বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল ৷ আমার বিশ্বাস এই মানুকা গ্রেটার ইউনিয়ন সিনেমায় জালালের গল্পও বিজয়ী হবে ৷

বাংলাদেশ এসোসিয়েশন অফ ক্যানবেরা এই সিনেমা শো’র তত্ত্বাবধানে রয়েছে ৷ টিকেটের জন্য জাহীন রহমানের (মোবাইল নম্বর ০৪২১ ৭১৬ ৩৮৪ ) সাথে যোগাযোগ করুন ৷

Trio Films International


Place your ads here!

Related Articles

মেলবোর্নের চিঠি – ১৩

মেলবোর্নের চিঠি, ঠিক এক বছর আগে একান্ত কিছু অনুভব দিয়ে চিঠি-১ লিখেছিলাম আজকের এই দিনেই। অল্প কিছু পাঠককে ছুঁয়েছিলাম অনেক

বৈদেশিক বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ

বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের একটি অপার সম্ভাবনাময় দেশ। গত সাড়ে পাঁচ বছরে যেভাবে দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে তাতে এদেশে বৈদেশিক

অঙ্গ দান করুন জীবন বাঁচান

জন্ম নেবার পর জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে তবে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তায় সবাই চাই।

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment