কুয়াকাটা
তুমি সূর্যের আলোয় নিজেকে দেখলে
পেছনের ছায়া কখনো চেয়ে দেখলে না;
তুমি তার পায়ের শব্দেও পেছনে তাকালে না!
অথচ আমার শব্দ কাব্যের শব্দ গুলি
অবিরাম তোমার পেছনেই ছায়া হয়েছিল
হেটে চলেছে ক্লান্তিহীন!
শুনেছি জোনাকি আলো দেখতে গিয়ে
ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে
অন্ধকারে কান পেতে রেখেছিলে তুমি!
আমি তোমার সাথে
লং ড্রাইভে যাই এক সাথে
বনের ভিতর ক্যাম্পিং করি
বন্য হই প্রকৃতিতে;
পাহাড়ে যাই, সমুদ্র স্নান করি
তোমার গা ধুইয়ে দেয় যত্ন করে;
তুমি আরামে গা এলিয়ে দাও আমার কাছে
পরম বন্ধুর কাছে, পরম বিশ্বাসে!
আমি পড়ে থাকি সূর্যের কাছে –
তুমি হাত ধরাধরি করে হাটছো কুয়াকাটায়
রাতের অন্ধকারে!
Related Articles
আমি আর যাব না
না, যাব নাতোমার সাথে আমি আর যাব না;না ডাকাতীয়ার পাড়ে, না ধুলু মাখাপ্রিয় মেঠ পথ ধরে, না বর্ষা, না বসন্তকোন
গাঁয়ের মাটি আমার মা
এই মাটি আমার মা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) এই গাঁ যে আমার মা, এই মাটি আমার মা। গাঁয়ের ছায়া মাটির
Letter from Nawabjan to…
Oh dear you wrote my fate! My life is nothing but wait, Wait, wait and endless wait ‘Ye Nathi Hammari