ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের পিঠা মেলা ৫ই আগস্ট ২০১৮

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের পিঠা মেলা ৫ই আগস্ট ২০১৮

বাঙালী সমাজের সবচেয়ে আকর্ষণীয় খাদ্যাভ্যাস আমাদের চিরায়ত পিঠাপুলি। ক্যাম্বেলটাউন বাংলা স্কুল এই প্রবাসেও আমাদের ঐতিহ্যের অংশ এই পিঠার স্বাদ সবাইকে দিতে আগ্রহী । আর তাই প্রতি বছরের মত এবারও বাংলা স্কুল আয়োজন করতে যাচ্ছে বহু প্রতিক্ষিত পিঠা মেলা।

তারিখ: ৫ই আগস্ট রবিবার

সময়: সকাল ১০টা

স্থান: ৮ বেনহাম রোড

মিন্টো (দি গ্রেঞ্জ পাবলিক স্কুল )

পিঠা মেলার পুরো সময় জুড়ে থাকবে স্কুলের ছাত্রছাত্রী এবং সিডনির সনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের সার্বিক উন্নয়নে তহবিল সংগ্রহের এই মহতী আয়োজন উপস্থিত থেকে পিঠার স্বাদ গ্রহণ করতে সবাইকে বিনীত অনুরোধ করা যাচ্ছে।

পিঠা মেলার পোস্টার

 

Kazi Ashfaq Rahman

Kazi Ashfaq Rahman

ছেলেবেলা থেকেই শান্তশিষ্ট ছিলাম বলে আমার মায়ের কাছে শুনেছি। দুষ্টুমি করার জন্য যে বুদ্ধিমত্তার প্রয়োজন তা নিশ্চয়ই আমার ছিল না। আমার এই নিবুর্দ্ধিতা একসময় আমার মাকে ভাবিয়ে তুলেছিল। তিনি হয়তো ভেবেছিলেন আমার এই ছেলে জীবনে চলবে কি করে। এখন যেভাবে চলছি তাতে কোনও আক্ষেপ নেই। ভালই তো আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যে অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকে জীবনের বড় অর্জন বলে মনে করি। আমার স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্রী, আমার শত বোকামী, আলসেমী আর বৈষয়িক না হওয়াকে প্রকারান্তরে প্রশ্রয় দেওয়াতে আমার আর মানুষ হয়ে ওঠা হয়নি। আমার দুই সন্তান, আমি চাই তারা আমার মত বোকাই থেকে যাক কিন্তু আলোকিত মানবিক মানুষ হোক যা আমি হয়তো হতে পারিনি।


Place your ads here!

Related Articles

র‍্যান্ডউইক কাউন্সিল কর্তৃক “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপন এবং লাইব্রেরীসমূহে “একুশে কর্নার” প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত

বিগত ৩০শে সেপ্টেম্বর’১৯ সোমবার সকাল ১০ ঘটিকায় সকল ভাষাভাষীর মাতৃভাষা, সংস্কৃতি এবং কৃষ্টির চর্চা এবং সংরক্ষণের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে

Bangabandhu Council Australia has held its Annual General Meeting for 2010-12

PRESS RELEASE AGM & NEW EXECUTIVE COMMITTEE FOR 2010-12 Bangabandhu Council Australia (BCA) has held its Annual General Meeting (AGM)

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment