হিজাবি হল সুপার

হিজাবি হল সুপার

ফেইসবুক আর প্রথম আলোতে ঢাকা উনিভার্সিটির মেয়েদের সুফিয়া কামাল হোস্টেলে ড্রেস আটিক্যাট সংক্রান্ত নোটিশ দেখলাম। হোস্টেল মহিলা সুপারগণ দেখি কি ধরণের পোশাক পরিধান করা যাবে না যাবে ওই সংক্রান্ত দিক নির্দেশনা দিচ্ছে। মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, আবারো বুঝা গেলো। আমার তো মনে হচ্ছে হোস্টেল সুপার গে বা লেসবিয়ান (সে উনি হতেই পারেন কারণ ঐটা তার ব্যক্তিগত পছন্দ- আমি তা শ্রদ্ধা করি), সে মেয়েদের দেখে উত্তেজিত হয়ে যায়। নিজেকে রক্ষা করতে এই নোটিস!। am not joking…..

দেখুন একটা মহিলা সংগঠন থেকেও কোনো প্রতিবাদ উঠে কি না! বর্তমান সরকার পিতৃসম্পত্তির বন্টন নিয়ে মেয়েদের পক্ষে বিল পাস্ করেও আইনে পরিণত করতে পারে নাই, খালেদার BNP আর হুজুরদের বিরোধিতার মুখে। তখন একটা মহিলা সংগঠনও সরকারের পক্ষে মাঠে নামা তো দূরে, একটা বিবৃতিও দে নাই। এই নিয়ে আমি আমার এক মহিলা অধিকার নিয়ে অধীর এক ফেইসবুক বন্ধুকে লিখেছিলাম, ওই বন্ধু আমাকে অবন্ধু করে দিয়েছিলো।

এইবারে দেখি আমাদের মেয়েগুলো কি করে।


Place your ads here!

Related Articles

গণজাগরণের দিনগুলিতে

(১) মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধ নিয়ে তেমন কোনোই ধারণা ছিল না মাধ্যমিক পর্যায় পর্যন্ত। বরং উল্টো ধারণা পোষণ করতাম। এই উল্টো

প্রবাসে দ্বিতীয় প্রজন্মের পথচলা

তুলা রাশির জাতক রুপন্তী আকিদ। অবশ্য সবাই তাঁকে রূপ নামেই বেশি চেনে। রূপ প্রবাসী বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম। অর্থাৎ রূপের জন্ম

Exhibition of Contemporary Art of Bangladesh in Canberra

High Commission of Bangladesh in Australia; University of Canberra and Bengal Gallery of FineArts, Dhaka in collaboration with Bangladesh Australia

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment