হিজাবি হল সুপার

by Tarik Zaman | August 24, 2017 9:21 am

ফেইসবুক আর প্রথম আলোতে ঢাকা উনিভার্সিটির মেয়েদের সুফিয়া কামাল হোস্টেলে ড্রেস আটিক্যাট সংক্রান্ত নোটিশ দেখলাম। হোস্টেল মহিলা সুপারগণ দেখি কি ধরণের পোশাক পরিধান করা যাবে না যাবে ওই সংক্রান্ত দিক নির্দেশনা দিচ্ছে। মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, আবারো বুঝা গেলো। আমার তো মনে হচ্ছে হোস্টেল সুপার গে বা লেসবিয়ান (সে উনি হতেই পারেন কারণ ঐটা তার ব্যক্তিগত পছন্দ- আমি তা শ্রদ্ধা করি), সে মেয়েদের দেখে উত্তেজিত হয়ে যায়। নিজেকে রক্ষা করতে এই নোটিস!। am not joking…..

[1]

দেখুন একটা মহিলা সংগঠন থেকেও কোনো প্রতিবাদ উঠে কি না! বর্তমান সরকার পিতৃসম্পত্তির বন্টন নিয়ে মেয়েদের পক্ষে বিল পাস্ করেও আইনে পরিণত করতে পারে নাই, খালেদার BNP আর হুজুরদের বিরোধিতার মুখে। তখন একটা মহিলা সংগঠনও সরকারের পক্ষে মাঠে নামা তো দূরে, একটা বিবৃতিও দে নাই। এই নিয়ে আমি আমার এক মহিলা অধিকার নিয়ে অধীর এক ফেইসবুক বন্ধুকে লিখেছিলাম, ওই বন্ধু আমাকে অবন্ধু করে দিয়েছিলো।

এইবারে দেখি আমাদের মেয়েগুলো কি করে।

[2]

Endnotes:
  1. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/08/paichi.jpg
  2. [Image]: http://priyoaustralia.com.au/wp-content/uploads/2017/08/rokeya-hall-notice.png

Source URL: https://priyoaustralia.com.au/articles/2017/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/