আমার গাঁয়ে আঁকা বাঁকা পথে

­­­­­আমার গাঁয়ে আঁকা বাঁকা পথে লক্ষ্মণ ভাণ্ডারী   আমার গাঁয়ে আঁকা বাঁকা পথে, গাঁয়ের বধূরা আসে জল নিতে। কলসী কাঁখে আলতা পরা পায়ে, রাঙাপাড় কাঁচা হলুদ শাড়ী গায়ে।   আমার গাঁয়ে রাঙা মাটির পথে, দুধার ভরা সবুজ ধানের খেতে। সোনা

Read More

কার্তিকের ধানের খেতে

কার্তিকের ধানের খেতে লক্ষ্মণ ভাণ্ডারী   কার্তিকের ধানের খেতে ভোরে হিমেল হাওয়া, সবুজ তরুর শাখে শাখে পাখিদের গান গাওয়া। খেতের আলে ফিঙে নাচে দেখতে ভালো লাগে, উথলে ওঠে খুশির জোয়ার চিত্তে পুলক জাগে।   কার্তিকের ঐ ধানের খেতে উপচে পড়ে

Read More