আমার গাঁয়ে পথের বাঁয়ে লক্ষ্মণ ভাণ্ডারী আমার গাঁয়ে গাছের ছায়ে কত পাখি বাঁধে বাসা, আমার গাঁয়ে পথের বাঁয়ে ঘাস কাটে গাঁয়ের চাষা। সবুজ ধানের খেতের আলে শিশির বিন্দু পড়ে ঝরে, গাঁয়ের ডাঙায় গরু মোষ আর ছাগলভেড়া বেড়ায় চরে।