শরতের নতুন প্রভাতে লক্ষ্মণ ভাণ্ডারী শরতের নতুন প্রভাতে আমার ঘরের আঙিনাতে সকাল হলে সোনালী রোদ হাসে, কচি সবুজ ঘাসের পরে ভোরে দেখি শিশির ঝরে গগনে শরতের সাদা মেঘ ভাসে। ফুটেছে শিউলি বকুল নদীর ধারে কাশফুল গাঁয়ের মাঝি