গাঁয়ের মাটি স্বর্গ আমার লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) গাঁয়ের মাটি স্বর্গ আমার গাঁয়ের মানুষ আপনজন, আমের শাখে কোকিল ডাকে ভরে ওঠে আমার মন। গাঁয়ের রাঙা মাটির পথে ভোরে রোজ মোরগ ডাকে, দোয়েল, ফিঙে বেড়ায় উড়ে দূরে অজয় নদীর