জোছনা ঝরা রাতে লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি) আকাশ জুড়ে তারার মেলা রাতে ফুটফুটে জোছনায়। চাঁদ ও তারা একসাথে হাসে দূর নীল আকাশের গায়। নদীর কূলে কেহ নাই আছে নৌকা বাঁধা ঘাটে, গভীর রাতে শেয়াল ডাকে বাউল পাড়ার মাঠে।