যে পথ হইনি চলা

পথটা হয়েছে বিভক্ত হরিদ্রা বনে, দুঃখিত পারিনি আমি দু’পথে চলতে হয়ে পথিক একা, থামিয়া বহুক্ষণ দেখিনু একটিকে সম্ভব যতক্ষণ তদ্দুর পথ যেথা বেঁকেছে নিন্মবনে; পরে নিলাম অন্যটি, যা ন্যায্য নির্দোষ, হয়তো মেনে এর দাবী অধিকতর, ঘাসেরা ছিল যে ভুখা পদচারনার;

Read More