আসুন একজন মুক্তিযোদ্ধাকে বাঁচাই

আসুন একজন মুক্তিযোদ্ধাকে বাঁচাই

ইঞ্জিনিয়ার এ জ়ে এস এম খালেদ একজন বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষক। ১৯৭১ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বর্তমানে শিক্ষকতা করছেন। পরমাণু গবেষণা কেন্দ্রেও গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন বেশ কিছুদিন।

বর্তমানে তিনি বাংলাদেশের ‘শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলোজি’তে একজন টেকনিক্যাল অ্যডভাইসার ও ফ্যাকাল্টি হিশেবে আছেন। এছাড়াও তিনি একজন প্রকাশিত লেখক। তার লিখিত দু’টি বই পোশাক শিল্পখাতে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে এবং কারিগরিভাবে অত্যন্ত শক্তিশালী। গত তিন দশক ধরে তিনি আমাদের গার্মেন্টস শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।

ইঞ্জিনিয়ার খালেদ দুরারোগ্য রোগে অসুস্থ। থার্ড আইয়ের একটি লেখা হতে আমি অসুস্থতার কিছু বিবরণ দিলাম- “স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়া এই রোগটিকে ডাক্তারী ভাষায় ‘কিউটেনাস টি সেল লাইফোমিয়া’বলা হয়ে থাকে । রক্তের শ্বেত কনিকায় এই ক্যান্সার আক্রমন করে রক্তের গতিকে শ্লথ করে দেয়। এই ধরণের রোগের চিকিৎসা যেমন দীর্ঘ সময় সাপেক্ষ, তেমনি ব্যয় বহুল। ১৯৯০ সনে জিফরানের বাবার এই রোগ ধরা পড়ে। দীর্ঘ ১৭ বছরের যুদ্ধের পর নিজের কষ্ট সহ্য করে যাচ্ছিলেন অনেকটা নিরবেই। দূরারোগ্য এই ব্যাধিটির চিকিৎসা জন্য ডাক্তাররা মেডিকেশনের কথা বলছেন। সেই সাথে ডাক্তাররা ৯০ হাজার ইউ এস ডলারের একটি আনুমানিক চিকিৎসা ব্যায়ের কথাও স্বরণ করিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যার্নফোর্ড মেডিক্যাল ও পেনিসেলভিনিয়া মেডিকেশন সেন্টার এই চিকিৎসার জন্য উৎকৃষ্ট স্থান। চিকিৎসা ব্যায়ের এক বিশাল পাহাড় আর ভিসা জটিলতার দুষ্ট চক্রে পড়ে , বেঁচে থাকার যুদ্ধটা থেমে আছে ভারতের চেন্নাই আর ভেলোরে চিকিৎসা নেওয়ার মধ্য দিয়ে। তবুও খরচ হয়ে গেছে প্রায় ১২ লাখ টাকা !”

এই মহান মুক্তিযোদ্ধা ও শিক্ষকের চিকিৎসার জন্যে অর্থ-সংস্থান প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে স্বাধীন জাতি হিসেবে আমরা মুক্তিযোদ্ধাদের কাছে চিরদিনের জন্যে ঋণী। এবং সেই ঋণ অপরিশোধনীয়। তাদের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নতুন প্রজন্মেরই কর্তব্য।

ইঞ্জিনিয়ার খালেদ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্যে নীচে দেখুন
এখানে অনলাইনে ডোনেশন করতে পারবেন

আর্থিক সাহায্যের জন্য সরাসরি ব্যাংকে টাকা দেবার জন্য:
বাংলাদেশে ব্যাঙ্ক একাউন্ট –

A. J. S. M. Khaled
Account no: 1510 2004 7077 5001
Swift Code: BRAKBDDH
Bank: BRAC Bank, Uttara Branch, Dhaka

অথবা যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন
Nazrul Islam 01713041767
Tareq Rahim 01715638962
Rokonuzzaman Ruzel 01670231887

=============================================

মূল লেখার লিংক


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment