টাকার বিনিময়ে আশুলিয়ায় আরেকটি গার্মেন্টসে আগুন [cctv footage]
Print this article
Font size -16+
মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে আশুলিয়ার ডেবনএয়ার নামে এ গার্মেন্টসে আগুন লাগানোর কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ওই গার্মেন্টসেরই এক নারী শ্রমিক।
সোমবার বিকেলে ঢাকার সিএমএম কোর্টে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াসিম শেখের কাছে সুমি এ জবানবন্দি দেন। এর আগে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ডেবনএয়ার গার্মেন্টসে আগুনের মামলায় আটক দু’জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার আশুলিয়ার ডেবনএয়ার গার্মেন্টসে এ আগুন লাগানো হয়। তবে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আশুলিয়ার ডেবনএয়ার গার্মেন্টসে আগুন লাগানোর দৃশ্য by dm_5065c65001daa
No comments
Write a comment
No Comments Yet!
You can be first to comment this post!